Vaccination : দেশজুড়ে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ আজ থেকে, ভ্যাকসিনের অভাবে এখনই চালু হচ্ছে না রাজ্যে
আজ থেকে গোটা দেশজুড়ে শুরু হচ্ছে বিনামূল্যে টিকাকরণ। ১৮ ঊর্ধ্বদের দেওয়া হবে ভ্যাকসিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ৭ জুন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছিলেন, ২১ জুন থেকে দেশব্যাপী ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ চালু হবে।
প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এবার থেকে রাজ্যগুলোকে উৎপাদনকারী সংস্থার থেকে আর ভ্যাকসিন কিনতে হবে না।
কেন্দ্রই দেশে উৎপাদিত টিকার ৭৫ শতাংশ কিনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বণ্টন করবে। জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি জানানো হয়, বেসরকারি হাসপাতাল ভ্যাকসিন প্রস্তুতকারকদের কাছ থেকে সরাসরি ২৫ শতাংশ ভ্যাকসিন কিনে নিতে পারবে।
কিন্তু টিকাকরণের ফি হিসেবে কোনও বেসরকারি হাসপাতাল ভ্যাকসিনের দাম বাদ দিয়ে ১৫০ টাকার বেশি নিতে পারবে না। এই নির্দেশও জারি হয়।
রাজ্যের হাতে টিকার অভাব থাকায় এখনও ৪৫ ঊর্ধ্বদেরই প্রায়োরিটি গ্রুপে রেখে তাদের টিকাকরণেই রাজ্যে জোর দেওয়া হবে বলে জানান তিনি।
দেশে চালু হওয়া ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রামে আর আগের মতো আরোগ্য সেতু বা কোউইন অ্যাপের রেজিস্ট্রেশন টিকা পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়।
এমনিতেই দেশে ক্রমশ কমছে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ। কিন্তু এর মাঝেই তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
এইমস অধিকর্তার আশঙ্কা ৬ থেকে ৮ সপ্তাহে দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। যে লড়াইয়ের বিরুদ্ধে জিততে ভ্যাকসিনেশনে অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -