World Music Day : সুর, তাল, সঙ্গীতের সমারোহ, আজ ওয়ার্ল্ড মিউজিক ডে
World Music Day
1/11
ফ্রেঞ্চ ভাষায় বললে 'ফেত দ্য লা মিউজিক", সরলীকরণ করলে দাঁড়ায় সঙ্গীতের উৎসব। সুর, তাল, সঙ্গীতের সমারোহ পালনের দিন আজ। ওয়ার্ল্ড মিউজিক ডে আজ।
2/11
সুর হোক, তাল হোক বা সঙ্গীত, এককথায় মিউজিকের প্রতিশব্দ সবকটিই। যেমন কথা বা শব্দের বাঁধ এখানে তুচ্ছ, তেমনই দেশ-রাজ্য সীমান্তের গন্ডিগুলোও ছাড়িয়ে নিজের অন্য জগত গড়ে তোলে মিউজিক।
3/11
২১ জুন দিনটিকে তাই বিশ্বব্যাপী সমস্ত মিউজিকপ্রেমীদের জন্য উৎসর্গ করে পালন করা হয়ে থাকে।
4/11
১৯৮২ সালে ফ্রান্সে প্রথমবার পালন করা হয়েছিল মিউজিক ডে। এখনও জাতীয় ছুটি হিসেবে ঘোষিত দিনটি।
5/11
মিউজিক ডে পালন করতে লোকজন রাস্তায় বেরিয়ে এসে একসঙ্গে জড়ো হয়ে উপযাদন করে থাকেন। এবারে কোভিড পরিস্থিতিতে কিছুটা বিধি নিষেধ রয়েছে সেক্ষেত্রে।
6/11
তবে রাস্তা হোক বা রুফটপ, ফ্রান্সের মিউজিক ডে সেলিব্রেশনের বহর ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সমস্ত সীমানা ভেঙে মিউজিক ডে পালনে গড়ে ওঠে এক নতুন দিগন্ত।
7/11
মিউজিক ডে সেলিব্রেশনের বিশেষত্ব হচ্ছে, এই দিনের যে কোনও কনসার্ট যে কেউ দেখতে পারেন একেবারে বিনামূল্যে। আনকোরা থেকে নামী-দামী শিল্পী সবার শো-র ক্ষেত্রেই যা প্রযোজ্য।
8/11
মিউজিক মানুষের মন ও শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়, সেই বার্তা দেওয়ার জন্যই যেহেতু দিনটি পালন, তাই বিনামূল্যে আয়োজনে উৎসবকে ছড়িয়ে দেওয়ার বাড়তি উদ্যোগ থাকে।
9/11
ক্লান্তিকর দিনের পর যাবতীয় চাপ, কষ্ট মুহূর্তে লাঘব করার অনন্য শক্তি যে মিউজিকের রয়েছে তা তো এখন সর্বজনবিদীত। মানসিক উদ্বেগের মধ্যে থাকলে সেক্ষেত্রে মিউজিক থেরাপি অন্যতম লড়াইয়ের অস্ত্র চিকিৎসকদের।
10/11
অতিমারীর মাঝে মানুষের একসঙ্গে জমায়েত হয়ে মিউজিক ডে উদযাপনে বাধ সাধলেও অনেকই গতবছরের মতোই ভার্চুয়ালি দিনটা পালনের পরিকল্পনা করেছেন।
11/11
শুধু মিউজিক ডে-র দিনই নয়, সুর-তাল-সঙ্গীত সঙ্গী হোক রোজের পথচলায়। হ্যাপি ওয়ার্ল্ড মিউজিক ডে।
Published at : 21 Jun 2021 09:26 AM (IST)