Beautiful Lakes : বৈকাল থেকে ডাল, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অপূর্ব হ্রদগুলি দেখুন ছবিতে
ইতালির কোমো হ্রদ(ছবি সৌজন্যে : Pixabay)
1/10
বৈকাল হ্রদ, রাশিয়া। সাইবেরিয়ায় অবস্থিত। পৃথিবীর প্রাচীনতম হ্রদগুলির অন্যতম।(ছবি সৌজন্যে : Pixabay)
2/10
চিল্কা হ্রদ, ভারতের ওড়িশায় অবস্থিত। নোনা জলের এই হ্রদ ১,১০০ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। (ছবি সৌজন্যে : Pixabay)
3/10
ক্রেটার হ্রদ, আমেরিকা। ১৯৪৩ ফুট গভীর। আমেরিকার সবথেকে গভীরতম হ্রদ। সুন্দর নীল রঙের জন্য বিখ্যাত।(ছবি সৌজন্যে : Pixabay)
4/10
ডাল লেক। ভারতের শ্রীনগরে অবস্থিত এই হ্রদ তিনদিকে পর্বত দিয়ে ঘেরা। ২২ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই হ্রদ । (ছবি সৌজন্যে : Pixabay)
5/10
ডেড সি, ইজরায়েল ও জর্ডন। লবণাক্ত হ্রদ। এর বিশেষত্ব হচ্ছে, এখানে কেউ ডুববে না।(ছবি সৌজন্যে : Pixabay)
6/10
জাপানের কাওয়াগুচিকো হ্রদ। অপূর্ব হ্রদ তো বটেই, জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি দেখার জন্য অন্যতম সেরা স্থান এটি। (ছবি সৌজন্যে : Pixabay)
7/10
বলিভিয়ার লাগুনা কলোরাডা। অগভীর ও লবণাক্ত এই হ্রদের জল লাল রঙের। (ছবি সৌজন্যে : Pixabay)
8/10
আরগাইল হ্রদ, অস্ট্রেলিয়া। স্বচ্ছ জলের আরগাইল পৃথিবীর অন্যতম সুন্দর হ্রদ। (ছবি সৌজন্যে : Pixabay)
9/10
নাকুরু হ্রদ, কেনিয়া। বহু পাখি দেখা যায় এখানে। (ছবি সৌজন্যে : Pixabay)
10/10
ইতালির কোমো হ্রদ। ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এই হ্রদ এতই সুন্দর যে রোমান সাম্রাজ্যের সময় থেকেই এটি জনপ্রিয়। হ্রদের নীল জল এবং শান্তিপূর্ণ পরিবেশ সারাজীবনের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। (ছবি সৌজন্যে : Pixabay)
Published at : 25 Aug 2021 03:32 PM (IST)