Cyclone Tauktae: তওতের ঝাপটায় লন্ডভন্ড গোয়া, রইল সেখানকার পরিস্থিতির ছবি
In Pics: Get to Know Cyclone Tauktae's Impact in Goa
1/8
রবিবার সকাল থেকেই প্রবলভাবে গোয়ার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় তওতে।
2/8
ঘূর্ণিঝড়ে জেরে ক্রমশ উত্তাল হতে থাকে সমুদ্রও।
3/8
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তর ও উত্তর-পশ্চিম দিক বেয়ে তা অগ্রসর হতে থাকে ঘূর্ণিঝড়।
4/8
তবে তওতের প্রভাবে প্রবল ঝোড়ো বাতাস বওয়ার পাশাপাশি প্রচণ্ড বৃষ্টিও চলছে গোয়াজুড়ে।
5/8
ঝোড়ো হাওয়ায় একাধিক জায়গায় গাছ উপড়ে যায়।
6/8
প্রবল বৃষ্টির জেরে জলও জমে যায় একাধিক অঞ্চলে।
7/8
পরিস্থিতির কথা বিচার করে ইতিমধ্যে গোয়া বিমানবন্দর জানিয়ে দিয়েছে আজ সেখানে কোনও বিমান ওঠা-নামা করবে না।
8/8
গোয়া সহ কর্ণাটক, কেরল, মহারাষ্ট্রের মতো রাজ্যের ওপর তওতের প্রভাব নিয়ে ব্যবস্থা নিতে ইতিমধ্যে উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা। (ছবি ও তথ্য-ANI)
Published at : 16 May 2021 04:13 PM (IST)