Lockdown in India : এবার লকডাউন তেলেঙ্গানায়, দেখে নিন বিভিন্ন রাজ্যগুলি কীরকম লকডাউনের আওতায়
In Pics: Get to know Telangana and which other states are under lockdown now
1/8
বুধবার থেকে আগামী ১০ দিনের জন্য লকডাউনের পথে হাঁটল তেলেঙ্গানা। যার ফলে অন্ধ্রপ্রদেশ বাদে আপাতত দক্ষিণ ভারতের প্রায় সব রাজ্যেই লকডাউন।
2/8
তামিলনাড়ু ও কর্ণাটকে ২৪ মে পর্যন্ত লকডাউন। কেরলে ১৬ মে পর্যন্ত। অন্ধ্রপ্রদেশে চলছে আংশিক লকডাউন।
3/8
হাতে গোনা কয়েকটি রাজ্য বাদে আপাতত দেশের প্রায় সব রাজ্যেই জারি হয়ে গিয়েছে লকডাউন।
4/8
এই মুহূর্তে সম্পূর্ণ লকডাউনের আওতায় হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার সহ প্রায় গোটা উত্তর ভারতই।
5/8
মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ওডিশা, ঝাড়খণ্ডেও জারি রয়েছে সম্পূর্ণ লকডাউন।
6/8
জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুই কেন্দ্রশাসিত অঞ্চল, উত্তরাখণ্ড, গুজরাট, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরা, মনিপুর ও পশ্চিমবঙ্গে চলছে আংশিক লকডাউন।
7/8
উত্তর-পূর্বের তিন রাজ্য মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডেও জারি রয়েছে লকডাউন।
8/8
কেন্দ্রীয় সরকার করোনার প্রথম ধাক্কার সময় গোটা দেশজুড়ে লকডাউন করলেও এবারে সেই পথে হাঁটেনি। বরং রাজ্যগুলিকে সেই দায়িত্ব দিয়ে কোভিড সংক্রমণ রুখতে একেবারে শেষ পদক্ষেপ হিসেবেই লকডাউনের রাস্তায় হাঁটতে পরামর্শ দিয়েছিল।
Published at : 11 May 2021 04:31 PM (IST)