Cyclone Yaas Pics : ইয়াসের প্রভাবে কোন কোন জেলায় অতিভারী বৃষ্টি, ঝড়; দেখে নিন
কাল সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'ইয়াস'। গতকাল পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। আজ সকাল ১১.৩০টায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে তা দিঘা থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে ৬৭০ কিমি দূরে অবস্থান করছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৫ মে অর্থাৎ মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে । ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
বুধবার সকালে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড়।
ওইদিনই সন্ধের দিকে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ‘ইয়াস’। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫-১৬৫ কিমি । পারাদ্বীপ ও সাগরের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এটি ।
২৪-২৬ মে সমুদ্র উত্তাল থাকবে। ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি থাকায় দিঘার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই NDRF ও SDRF-এর টিম মোতায়েন করা হয়েছে । রাজ্যজুড়ে কার্যত লকডাউন চলার কারণে পর্যটক শূন্য রয়েছে দিঘা। খাঁ খাঁ করছে সমুদ্র সৈকত। সুন্দরবন, বকখালি, ফ্রেজারগঞ্জে চলছে নজরদারি। বাসিন্দাদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে। ঝড়ের কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকাতেও চলছে প্রশাসনিক তৎপরতা।
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের নৌকাগুলিকে সমুদ্র থেকে দূরে, বালির চরে বেঁধে রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর সতর্কতায় বাতিল ৪১টি ট্রেন।(ফাইল ফটো)
এদিকে 'ইয়াস' মোকাবিলায় নবান্নের পাশে উপান্ন ভবনে তৈরি হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। সেখানে বসেই দক্ষিণ বঙ্গে সাইক্লোন পরিস্থিতি নজরদারি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -