Cyclone Yaas Update: ধেয়ে আসছে ইয়াস; জেনে নিন আপনার জেলার আবহাওয়ার পূর্বাভাস
দিঘা থেকে ৬১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস। বালেশ্বর থেকে ৬২০ কিমি দূরে আছে। এই ঘূর্ণিঝড় উত্তর ও উত্তর-পশ্চিম দিকে যাবে ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টায় আরও ঘনীভূত হয়ে শক্তিশালী হবে ঘূর্ণিঝড়। পরে আরও শক্তিশালী হয়ে ইয়াস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২৬ তারিখ সকালে বঙ্গ ও ওড়িশা উপকূলের কাছে পৌঁছবে। ২৬ তারিখ দুপুরে ঘূর্ণিঝড় ক্রস করবে। ওড়িশার বালেশ্বর ও দিঘার মধ্যবর্তী এলাকায় দুপুরে আছড়ে পড়বে। ২৪ মে বাংলার উপকূলবর্তী জেলা ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
২৫ মে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, কলকাতায় ২৫ মে ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৬ মে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ২৭ মে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সিকিমেও বৃষ্টি হবে।
২৫ মে সকালে ঘুর্ণিঝড়ের গতিবেগ হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। ২৬ মে আরও বেড়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে। ২৬ মে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় হবে। ২৬ মে বালেশ্বরে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার, সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে ঝড়। দক্ষিণ ২৪ পরগনায় উপকূলবর্তী এলাকায় ৯০-১০০ কিলোমিটার বেগে ঝড়।
পূর্ব মেদিনীপুরেও ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ঝড় বইবে। বালেশ্বর, কেন্দুপাড়ায় ল্যান্ডফলের সময় সমুদ্রে জলোচ্ছ্বাস হবে। পূর্ব মেদিনীপুরে সমুদ্রে ২ থেকে ৪ মিটার জলোচ্ছ্বাস।
ইয়াস ঢুকবে ওড়িশা দিয়ে, বাংলায় আমফান বা আয়লার মত ক্ষতি হবে না। ঝাড়খণ্ডের দিকে চলে যাবে, ২৬, ২৭ তারিখ ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -