Pune Jugaad Ambulance: অটো-অ্যাম্বুলেন্স, কোভিডকালে রোগীদের হাসপাতালে পৌঁছতে অভিনব উদ্যোগ
করোনাকালের কঠিন সময়ে আর্তদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিলেন একদল অটোচালক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহারাষ্ট্রের পুণে শহরে তারা চালু করেছেন 'জুগাড় অ্যাম্বুলেন্স' অভিযান। যার মাধ্যমে করোনা রোগীদের প্রয়োজনে অটোতেই তাদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন অটোচালকরা।
তিনটি অটোতে তারা লাগিয়ে ফেলেছেন অক্সিজেন সাপোর্ট। যার মাধ্যমে হাসপাতালের পথে রোগীর প্রয়োজনীয় অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা যাচ্ছে।
এক-একটি অক্সিজেন সিলিন্ডার ৬ ঘণ্টা করে কার্যক্ষম বলেই জানাচ্ছেন উদ্যোগটিতে অগ্রণী ভূমিকা নেওয়া কেশব শ্রীসসাগর। চিকিৎসদের একটি দলও তাদের সঙ্গে রয়েছে বলেই জানান তারা।
প্রয়োজনীয় সমস্ত প্রশিক্ষণ অটোচালকদের দিয়েই এই অটো-অ্যাম্বুলেন্স তারা রাস্তায় নামিয়েছেন বলেও জানিয়েছে উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। (তথ্য ও ছবি সৌজন্য- ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -