Priyanka Chopra on Covid19: করোনা মোকাবিলায় ত্রাণ সংগ্রহ নিক-প্রিয়ঙ্কার, বিশ্ববাসীকে ধন্যবাদ অভিনেত্রীর
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। এই পরিস্থিতিতে খুশির খবর শোনালেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। কোভিড ১৯ মোকবিলায় ১৪ হাজার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। করোনা মোকাবিলায় তৈরি ত্রাণ তহবিলে সব মিলিয়ে ১০ লক্ষ টাকা অনুদান মিলেছে বলে জানালেন অভিনেত্রী। ছবি সৌজন্যে- প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় সময় গতকাল বুধবার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। বিশ্বের ম্যাপকে সামনে রেখে বোঝানো হয়েছে, কোন কোন দেশ থেকে সাহায্য় পেয়েছে ভারত। ছবি সৌজন্যে- প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম
প্রিয়ঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, ইতিহাসে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। মানবিকতা আবার প্রমাণ করল একসঙ্গে করলে যে কোনও কাজই সহজ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভারতের জন্য আপনাদের এই সহযোগিতা পেয়ে নিক এবং আমি আপ্লুত। ছবি সৌজন্যে- প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম
একইসঙ্গে প্রিয়ঙ্কা লেখেন, ১৪ হাজার মানুষ সহযোগিতা করেছেন। আর তাই ১০ লক্ষ টাকা পর্যন্ত ত্রাণ সংগ্রহ করা গিয়েছে। যে টাকা হাতে এসে পৌঁছেছে তা ইতিমধ্যে সারা দেশে অক্সিজেন কনসেনট্রেটর, ভ্যাকসিন সহ করোনা মোকাবিলায় কাজে লাগানো হয়েছে। ছবি সৌজন্যে- প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম
প্রিয়ঙ্কা জানিয়েছেন এরপর ত্রাণ তহবিলের টার্গেট ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকা। ছবি সৌজন্যে- প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম
প্রিয়ঙ্কা জানিয়েছে, আমরা এই সহযোগিতার কাজ করে যেতে পারি। তাই এখানেই থেমে থাকব না। এরপর করোনা মোকাবিলায় ৩০ লক্ষ টাকা ত্রাণ তহবিল তৈরির লক্ষ্য নিয়েছি। আপনাদের সহযোগিতা এবং সাহায্য পেলে এই লক্ষ্যেও সফল হব। আপনাদের সাহায্যেরর জন্য অনেক ধন্যবাদ। ছবি সৌজন্যে- প্রিয়ঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -