Weather Update:আগামী ৪ দিন কোথায় কোথায় গরম বাড়ার পূর্বাভাস? কোথায়ই বা হতে পারে বৃষ্টি?
আরও বাড়বে গরমের দাপট! আগামী চার দিন অর্থাৎ ২৩ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং ওড়িশায় আরও খেল দেখাবে গ্রীষ্মের 'পারফরম্যান্স। বিশেষত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ডের কিছু জায়গায় অসহনীয় হতে পারে গরমের অনুভূতি, সতর্ক করল ভারতের আবহাওয়া দফতর(ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গিয়েছিল। ভুবনেশ্বরে তা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার দিনে এই পরিসংখ্যান কোথায় দাঁড়াতে পারে, ভেবে আরও বিহ্বল বাসিন্দারা।(ছবি:PTI)
একদিকে যখন তীব্র গরমের আশঙ্কায় চিন্তার মেঘ, অন্য দিকে এই মেয়াদেই আবার দেশের বেশ কিছু অংশের জন্য বৃষ্টিপাত ও তুষারপাতেরও পূর্বাভাস দিল ভারতের আবহাওয়া দফতর।(ছবি:PTI)
এদিন যে সতর্কবার্তা জারি করা হয়েছে, তাতে বলা হচ্ছে, আগামীকাল থেকে বিহারেও তীব্র গরম অনুভূত হবে, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ২৩ এপ্রিল পর্যন্ত।(ছবি:PTI)
শুধু পূর্ব ভারত নয়, অন্ধ্র উপকূল, ইয়ানাম, রায়লসীমা, তেলঙ্গানা এবং তামিনলাড়ুর ভিতরের দিকেও গরমের অনুভূতি থাকার কথা। কোঙ্কন উপকূল, গোয়া, মহারাষ্ট্রের মধ্যভাগ, সৌরাষ্ট্র এবং কচ্ছেও প্যাচপ্যাচে গরম থাকার কথা।(ছবি:PTI)
কিন্তু যে ভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড এবং ওড়িশায় ২৩ এপ্রিল পর্যন্ত গরমের তীব্রতা বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, তাতে অশনি সঙ্কেত দেখছেন অনেকেই। (ছবি:PTI)
দেশের একাংশে যখন গরমের চোটে 'ত্রাহি' অবস্থা, তখন অন্য অংশে বৃষ্টিপাত এমনকি তুষারপাতেরও পূর্বাভাস থাকছে। জম্মু-কাশ্মীর-লাদাখে আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত/ তুষারপাত হতে পারে বলে খবর। সঙ্গে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস রয়েছে।(ছবি:PTI)
একই মেয়াদে হিমাচল প্রদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত/ তুষারপাত হতে পারে। ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ওই এলাকায় বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একই পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডের জন্যও। ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত পঞ্জাবে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে বলেও আপাতত খবর। হরিয়ানা-চণ্ডীগড়ও বৃষ্টির দাক্ষিণ্য় থেকে বাদ যাবে না, আপাতত সে রকমই জানা গিয়েছে।(ছবি:PTI)
সব মিলিয়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাভাসে আগামী কয়েকদিন বর্ষণ ও তুষারপাতের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু গরমের দাপট থেকে পূর্ব ভারতের স্বস্তি কবে? আপাতত উত্তর নেই।(ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -