World Children's Day:'এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য' করে যাওয়ার আশ্বাস আগামী 'আন্তর্জাতিক শিশুদিবসে'?
আজ শিশুদিবস। ভারতের প্রথম প্রধানমন্ত্রী, প্রয়াত জওহরলাল নেহরুর জন্মদিনটিতেই এদেশে শিশুদিবস উদযাপন করা হয়। আজীবন শিশু শিক্ষা ও তাদের অধিকারের বড় সমর্থক 'চাচা নেহরু'-কে সম্মান জানাতেই এই দিনটিকে ভারতে শিশুদিবস হিসেবে উদযাপন করে হয়ে থাকে। সেই উপলক্ষ্যে মঙ্গলবার, রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে বিভিন্ন স্কুল ও সংগঠনের খুদে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু ক্যালেন্ডার বলছে, বিশ্বের অন্যান্য প্রান্তে শিশুদিবস আজ নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০ নভেম্বর। অর্থাৎ আজ থেকে মাত্র ৬ দিন পর, আন্তর্জাতিক শিশুদিবস। সেই উপলক্ষ্যেও বিভিন্ন দেশের মতো এদেশের নানা বিশিষ্ট ভবন আলোর সাজে সেজে ওঠে। গত বছর যেমন নীল আলোয় সেজেছিল রাষ্ট্রপতি ভবন।
২০২৩ সালে আন্তর্জাতিক শিশুদিবসের থিম, 'ফর এভরি চাইল্ড, এভরি রাইট'। দিনটিতে UNICEF-র মতো সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
১৯৫৪ সালে প্রথম ২০ নভেম্বর দিনটিকে আন্তর্জাতিক শিশুদিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তার পর থেকে, প্রত্যেক বছর, শিশুদের মধ্যে সচেতনতা, আন্তর্জাতিক সমন্বয় ও শিশুকল্যাণের প্রচেষ্টায় নজর দিতে দিনটি পালন করা হয়।
১৯৫৯ সালে ২০ নভেম্বরই রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় 'ডিক্লারেশন অফ দ্য রাইটস ফর দ্য চাইল্ড' গৃহীত হয়। তার পর, ১৯৮৯ সালে, ওই একই দিনে গৃহীত হয় 'কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড'।
শিশু অধিকার রক্ষায় যাঁরা নিরন্তর কাজ করে চলেছেন, তাঁদের বিশ্বাস, অভিভাবক থেকে ডাক্তার-নার্স, রাজনৈতিক নেতা থেকে সরকারি আধিকারিক, সমাজকে শিশুর 'বাসযোগ্য' করার প্রত্যেকের জরুরি ভূমিকা রয়েছে।
আন্তর্জাতিক শিশুদিবস সেই সকলকে কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দেয়, মত শিশু অধিকার রক্ষাকর্মীদের।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ১৯৮৯ সালের ২০ নভেম্বর যে কনভেনশন গৃহীত হয়েছিল, তাতে শিশুদের সমস্ত রকম বৈষম্য ও হিংসার হাত থেকে সুরক্ষিত রাখার অধিকারের কথা বলা হয়। তাদের জীবন, স্বাস্থ্য ও শিক্ষার অধিকারও সুনিশ্চিত করা হয় ওই কনভেনশনে।
বেশ কিছুটা সময় ধরে বিশ্বের নানা প্রান্তই টালমাটাল যার শিকার শিশুরা। আন্তর্জাতিক শিশুদিবস হয়তো তাদের জন্য নতুন কোনও সদর্থক শুরুর বার্তা নিয়ে আসবে, এমনই আশায় শিশু অধিকাররক্ষা কর্মীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -