Mumbai Rainfall Photos: প্রবল বৃষ্টির জের, মুম্বইয়ে ভাঙল বাড়ি, মৃত ৮ শিশু সহ ১১
ছবি সৌজন্যে- পিটিআই
1/8
বর্ষার প্রথম ধাপেই প্রভাব পড়েছে মুম্বইতে। প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের মালাডে ভেঙে পড়ল বাড়ি। ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ছবি সৌজন্যে- পিটিআই
2/8
গতকাল রাত সোয়া ১১টা নাগাদ তিনতলা আবাসনের একাংশ ভেঙে পড়ে। শিশু, মহিলা-সহ ১৮ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ছবি সৌজন্যে- পিটিআই
3/8
শেষ পাওয়া খবর অনুযায়ী, ১১ জনের দেহ উদ্ধার হয়। বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
4/8
১১ জন মৃতের মধ্যে ৮ জনই শিশু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি সৌজন্যে- পিটিআই
5/8
বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, পাশের আরেকটি আবাসনের অবস্থাও বিপজ্জনক। সেই বাড়িগুলির বাসিন্দাদের ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ছবি সৌজন্যে- পিটিআই
6/8
রাতেই ঘটনাস্থলে যান মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ। তিনি বলেন, ‘বৃষ্টির জন্য বাড়িটি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছেন কি না তা দেখা হচ্ছে।’ছবি সৌজন্যে- পিটিআই
7/8
মুম্বইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার দিলীপ সাওয়ান্ত জানান, একটি তিনতলা বাড়ি অন্য একটি বাড়ির উপর ভেঙে পড়ে। ছবি সৌজন্যে- পিটিআই
8/8
কীভাবে আবাসন ভেঙে পড়েছে, তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। ছবি সৌজন্যে- পিটিআই
Published at : 10 Jun 2021 05:13 PM (IST)