IANS-CVoter Covid tracker survey : কোভিডের কোপ, বেতন কমেছে ৩৭ শতাংশর বেশি ভারতীয়র
কোভিড অতিমারিতে প্রিয়জনকে হারিয়েছেন বহু মানুষ। শুধু তাই নয়, কোভিডের প্রভাবে মানুষের আয়ও কমেছে। বেতন কাটছাঁটের জেরে ৩৭.৬ শতাংশ ভারতীয়র আয় কমেছে। IANS-CVoter কোভিড ট্র্যাকার সমীক্ষায় এমনই তথ্য জানা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত এক সপ্তাহে এনিয়ে ৬ হাজার ৮৭২ জন মানুষের উপর সমীক্ষা চালানো হয়।
তাতে জানা গিয়েছে, ২১.১ শতাংশ মানুষের বেতন একই রয়েছে। কিন্তু, তাঁদের বিভিন্ন সুরক্ষাবিধির মধ্যে কাজ করতে হচ্ছে।
এই অতিমারিতে সম্পূর্ণভাবে কাজ হারিয়েছেন ১০.৯ শতাংশ মানুষ।
৫.৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা এখনও বাড়ি থেকে কাজ করছেন। বেতন কেটে নেওয়া হয়েছে এবং তাঁদের আয় কমে গিয়েছে।
৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা এখনও বাড়ি থেকে কাজ করছেন। তবে তাঁদের বেতন একই রয়ে গিয়েছে।
১.৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা বাড়ি থেকে কাজ করছেন না। কিন্তু, বেতন কাটা হয়েছে।
৩.৭ শতাংশ লোক বলেছেন, তাঁদের সুরক্ষাবিধি মেনে কাজ করতে হচ্ছে। কিন্তু, তাঁদের বেতন বা আয় নেই।
এই সমীক্ষা এমন একটা সময়ে সামনে এল যখন ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০।
তবে সংক্রমণের হার ধীরে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। টানা তিনদিন ২ লক্ষর কম সংক্রমণ দেখা গিয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -