IAF: কাশ্মীরের ভারতভুক্তির ৭৬ বছর! মহড়ায় উদযাপন
আজ থেকে ৭৬ বছর আগে ভারতে জুড়েছিল জম্মু-কাশ্মীর। কাশ্মীরের ভারতভুক্তির ৭৬ বছর পূর্তি উপলক্ষে দুরন্ত এয়ার শো করল ভারতের বিমানবাহিনী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার সকালে এয়ার শো অনুষ্ঠিত হয়েছিল। তবে বৃষ্টির জন্য মিনিট পনেরো কমে যায় অনুষ্ঠানের দৈর্ঘ্য।
অন্তত হাজারখানেক লোকজন, যাদের মধ্যে অধিকাংশই অল্পবয়স্ক- তাঁরা এয়ার ফোর্স স্টেশনে এসেছিলেন।
অন্তত হাজারখানেক লোকজন, যাদের মধ্যে অধিকাংশই অল্পবয়স্ক- তাঁরা এয়ার ফোর্স স্টেশনে এসেছিলেন।
বিমান বাহিনীর সূর্য কিরণ অ্যারোব্যাটিক টিম (Surya KIran Aerobatic Team) এই মহড়া দেখায়।
তার সঙ্গেই ছিল Mi-17 হেলিকপ্টার এবং আকাশগঙ্গা ডেয়ারডেভিল স্কাইডাইভিং টিম (Aakashganga Daredevil Skydiving team)
এয়ার ওয়ারিয়র ড্রিল টিম (Air Warrior Drill Team)- মহড়া দেখায়। পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর ব্য়ান্ড সঙ্গীতের অনুষ্ঠানও করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসে পৌঁছতেই ১৩০ হেলিকপ্টার ইউনিটের তিনটি Mi17 হেলিকপ্টার ফ্লাইপাস্ট করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই অনুষ্ঠানটি IAF এবং Union Territory administration- যৌথভাবে আয়োজন করে। জম্মু ও কাশ্মীরের এয়ার ফোর্স স্টেশনের হীরক জয়ন্তী বর্ষ পালনও করা হয় এয়ারশোর মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর ও লাদাখে বিমানবাহিনী এয়ার ভাইস মার্শাল প্রবীণ কেশব বোহরা, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -