PM Narendra Modi:রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হতেই প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে 'ভিকট্রি সাইন' মহিলা সাংসদদের
সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে ছবি তুললেন মহিলা সাংসদরা। সকলের হাতে 'ভিকট্রি' সাইন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কাল, বৃহস্পতিবার, রাজ্যসভায় পাশ হয়ে যায় মহিলা সংরক্ষণ বিল। সংসদের উচ্চকক্ষে বিলের পক্ষে ২১৫টি ভোট পড়ে, বিপক্ষে একটিও ভোট ছিল না।
'নারী শক্তি বন্দন বিল' নামে পরিচিত এই বিল নিয়ে রাজ্যসভায় বৃহস্পতিবার দিন ভর আলোচনা চলেছে। তবে রাতের দিকে প্রথমে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় মহিলা সংরক্ষণ বিল।
রাজ্যসভার ভোটাভুটিতে বিল পাশ যাওয়ার পর মহিলা সাংসদদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। তাঁকে ফুল ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়।
প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, 'যাঁরা পরিবর্তন আনলেন তাঁরা একসঙ্গে উদযাপন করছেন, এটা দেখা খুবই আনন্দিত। এই নারী শক্তি বন্দন অধিনিয়ম-এর মাধ্যমে ভারত আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।'
শুধু মহিলা সাংসদরাই নন, রাজধানীতে বিজেপির সদর দফতরে শুক্রবার প্রধানমন্ত্রীকে জাঁকজমকপূর্ণভাবে স্বাগত জানানো হয়।
শুক্রবারের এই অভ্যর্থনার আয়োজন করেছিলেন বিজেপির মহিলা সদস্যরা। সেখানে আরও এক বার দলের মহিলা নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সম্মাননা জানান। মহিলা সংরক্ষণ বিল সংসদের দুই কক্ষে পাশ হয়ে গেলেও কবে থেকে সেই আইন বলবৎ হবে, তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -