EidUlFitr 2021 Celebration: মিষ্টি-বিনিময়ে ঈদ পালন ভারত-পাক সীমান্তে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2021 04:01 PM (IST)
1
রমজান মাসের শেষে আজ খুশির ঈদ। ভারত-পাকিস্তান সীমান্তেও দুই দেশের সেনারা সৌহার্দ্যের বাতাবরণে ঈদ পালন করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
লাইন অফ কনট্রোলের পুঞ্চ-রাওয়ালকোট ক্রসিং পয়েন্টে পাকিস্তানি সেনাদের হাতে ঈদের শুভ দিনে মিষ্টি তুলে দেয় ভারতীয় সেনা।
3
জম্মু ও কাশ্মীরের মেন্দহার-হটস্প্রিং ক্রসিং পয়েন্টেও সৌহাদ্যের বাতাবরণে মিষ্টিবিনিময়ে ঈদ পালন হয়।
4
পাল্টা হাসিমুখে ভারতীয় সেনার উদ্দেশ্যে মিষ্টি বিনিময় করা হয় পাক সেনারবাহিনীর পক্ষেও।
5
খুশির ঈদের দিনে ভারত-পাকিস্তান সেনার হাসিমুখে মিষ্টি বিনিময় দেখে আনন্দিত দু-দেশের নাগরিকরাই। (তথ্য ও ছবি সৌজন্য-ANI)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -