PM Modi Egypt Visit: ইজিপ্ট যেন একটুকরো ভারত! মোদিকে দেখে গান শোনালেন প্রবাসী
আমেরিকার পরে ইজিপ্ট। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে কার্যত উৎসবের ছবি। শনিবার সেখানে পৌঁছন মোদি। দু দিনের সফর রয়েছে তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকায়রোতেই নেমেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ইজিপ্টে থাকা প্রবাসী ভারতীয়রা অভ্যর্থনা জানান মোদিকে। সেদিনই পরে কায়রোর রিৎজ কার্লটন হোটেলে প্রবাসীয় ভারতীয়দের সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।
মার্কিন কংগ্রেসের তাঁর বক্তব্যের ভূয়সী প্রশংসা শোনা যায় প্রবাসী ভারতীয়দের তরফে। ভারতে অর্থনৈতিক প্রগতি হচ্ছে এবং সেটা মোদির হাত ধরেই, এমনটাই দাবি করেন ওই সংগঠনের সদস্যরা। এক সদস্যকে বলতে শোনা যায়, 'আপনি ভারতের নায়ক।' পাল্টা মোদি বলেন, 'গোটা হিন্দুস্তান সবার নায়ক। দেশের লোকজন পরিশ্রম করেন সেই কারণেই দেশের উন্নতি হচ্ছে।'
ইজিপ্টে বসবাসকারী বোহরা সম্প্রদায়ের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির ঘরের রাজ্য গুজরাতের সঙ্গে যোগ রয়েছে এই সম্প্রদায়ভুক্তদের।
ইজিপ্টের গ্র্যান্ড মুফতির সঙ্গে শনিবারই দেখা করেছেন মোদি। তাঁর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে মোদির। সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে সন্ত্রাসবাদের বিরোধিতার মতো একাধিক প্রসঙ্গে উঠে এসেছে সেই আলোচনায়।
ভারত ও ইজিপ্টের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ এল-সিসির আমন্ত্রণে সেখানে সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। গত ২৬ বছরে ইজিপ্টে এটাই প্রথম কোনও ভারতের প্রধানমন্ত্রীর সফর। ইজিপ্টের প্রধানমন্ত্রী এবং বাকি মন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেছেন নরেন্দ্র মোদি। বাণিজ্যিক সম্পর্ক এবং আরও নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য়েই চলেছে আলোচনা।
সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কায়রোর আল-হাকিম মসজিদে যাবেন। ওই এলাকায় দাউদি বোহরা সম্প্রদায়ের মানুষের বসবাস। ওই একই সম্প্রদায়ভুক্তরা গুজরাতেও বিশাল সংখ্যায় বসবাস করেন।
ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফতাহ আল-সিসির সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি। ২০২৩-এর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইজিপ্টের প্রেসিডেন্ট। তারপরেই তিনি মোদিকে ইজিপ্ট সফরের জন্য আমন্ত্রণ জানান।
আবদেল ফতাহ আল-সিসি- নরেন্দ্র মোদি সাক্ষাতের পরেই সরকারি স্তরে মিটিং হবে। একাধিক মউ সাক্ষর হওয়ার কথা।
প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ৪০০০ ভারতীয় সৈন্য ইজিপ্ট এবং প্যালেস্তাইনে লড়েছিলেন। তাঁদের স্মরণে তৈরি হয়েছে Heliopolis War Cemetary. সেখানে যাবেন মোদি। আজই নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -