New Parliament Building:কেমন দেখতে নতুন সংসদ ভবন? একঝলকে টুকিটাকি

New Sansad Bhavan:আগামী রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগে, শুক্রবার নতুন সংসদ ভবনের একটি ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

কেমন দেখতে নতুন সংসদ ভবন? একঝলকে টুকিটাকি

1/10
আগামী রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে।
2/10
শুক্রবার নতুন সংসদ ভবনের একটি ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।
3/10
সেই ভিডিওর টপ শটে ৬৫ হাজার বর্গমিটার জুড়ে ছড়িয়ে থাকা নতুন সংসদ ভবন চত্বরে ছবি ধরা পড়েছে। কী রয়েছে তাতে?
4/10
নতুন সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভা কক্ষে চোখ বোলালে বোঝা যায়, প্রথমটি peacock থিমে তৈরি। আর দ্বিতীয়টির নকশা জাতীয় ফুল পদ্মের আদলে।
5/10
দুই কক্ষ মিলিয়ে আসনসংখ্যা ১২৭২। এর আগে নতুন সংসদ ভবনের নকশা ইন্টারনেটে বহু বার দেখা গিয়েছে। কিন্তু তৈরি নতুন সংসদ ভবনের ছবি এই প্রথম প্রকাশ্যে এল।
6/10
ব্রিটিশ স্থপতি এডুইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার ১৯২৭ সালে যে ভবন তৈরি করেছিলেন, সেই হেরিটেজ বিল্ডিংয়ের অন্য দিকেই তৈরি হয়েছে নয়া সংসদ ভবন চত্বর।
7/10
পুরনো সংসদ ভবনটি জাদুঘরে রূপান্তরিত করা হবে। কেন্দ্রের বক্তব্য, নানা কারণে সেটির উপর মাত্রাতিরিক্ত চাপ পড়েছিল। সেখান থেকেই নতুন সংসদ ভবনের ভাবনা।
8/10
আগামী ২৮ মে, রবিবার সকাল সাড়ে ৭টায় নতুন সংসদ ভবন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।
9/10
উদ্বোধনী-মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আনা হচ্ছে ৭৫ টাকার বিশেষ কয়েন। পাশাপাশি ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষেও আনা হচ্ছে এই কয়েন। ঘোষণা অর্থমন্ত্রকের।
10/10
তবে ২০টি বিরোধী রাজনৈতিক দল এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ব্রাত্য রাখার বিরোধিতায় একজোট হয়েছে বিরোধী শিবির।
Sponsored Links by Taboola