Gujarat Election 2022: পেশাদার জগৎ ছেড়ে রাজনীতির ময়দানে, এবার গুজরাতে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী

গুজরাত বিধানসভা নির্বাচনে নিজেদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করল আম আদমি পার্টি। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ইসুদান গদভি (Isudan Gadhvi)-র নাম ঘোষণা করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ইসুদান গদভি আম আদমি পার্টির জাতীয় সাধারণ সম্পাদক এবং জাতীয় কর্মসমিতির সদস্য। তিনি গুজরাতেরই বাসিন্দা, জন্ম ১৯৮২ সালের ১০ জানুয়ারি গুজরাতের দ্বারকায়।

সংবাদমাধ্যমে কাজ করেছেন ইসুদান গদভি। ২০২১ সালে আম আদমি পার্টিতে যোগ দেন তিনি। গুজরাতের জনমানসে সমর্থন পেতে তাঁকে দলে নেওয়া হয়েছে বলে মনে করা হয়েছিল।
কেজরিওয়াল জানিয়েছেন, গুজরাতের সাধারণ মানুষের মত নিয়েই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেছে নেওয়া হয়েছে। প্রায় ষোলো লক্ষ গুজরাতের বাসিন্দা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৭৩ শতাংশ গদভিকেই বেছে নেওয়ার পক্ষে রায় দেন।
২৯ অক্টোবর অরবিন্দ কেজরিওয়াল গুজরাতের বাসিন্দাদের কাছে আবেদন করেন যাতে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ভয়েস মেইল এবং ই-মেল-এর মাধ্যমে তাঁরা জানান কে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হতে পারেন। গত বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ওই মত জানানোর সময় ছিল।
মুখ্য়মন্ত্রী পদপ্রার্থীর দৌড়ে নাম ছিল আরও কিছু আপ নেতার। গুজরাতে আপের সভাপতি গোপাল ইটালিয়া, সাধারণ সম্পাদক মনোজ সোরাথিয়ার নাম ছিল দৌড়ে। কিন্তু সবচেয়ে বেশি ভোট পড়েছে গদভির নামে। তিনি ওবিসি সম্প্রদায়ভুক্ত। এদিকে গুজরাতের ৪৮ শতাংশ বাসিন্দাই ওই সম্প্রদায়ভুক্ত।
এদিন গুজরাতের আমদাবাদে একটি সাংবাদিক বৈঠক করে নাম ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল। গত শনিবারই তিনি বলেছিলেন যে শুক্রবার অর্থাৎ ৪ নভেম্বর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হবে।
এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, পঞ্জাবের ক্ষেত্রেও জনমত নিয়েই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। পঞ্জাবের গত বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করেছিল আপ। বিপুল জনমত নিয়ে সরকার গঠন করেছে তারা।
নাম ঘোষণার পরে মাকে জড়িয়ে ধরেছে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
ইসুদান গদভির মাকে প্রণাম আপ-প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সব ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -