Nagpur Aircraft Crisis : মাঝ আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের চাকা, পাইলটের বুদ্ধিতে বাঁচল প্রাণ, দেখে নিন কীভাবে

web_plane_in_sea_still_060521

1/5
নাগপুর থেকে হায়দরাবাদের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু প্লেন ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। মাঝ আকাশে খুলে যায় বিমানের চাকা।
2/5
রোগী, চিকিৎসক সমেত এয়ার অ্যাম্বুলেন্সের চাকা খুলে যাওয়ার খবর পেতেই সব মহলে চাঞ্চল্য পড়ে যায়। মুম্বই বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করানোর কথা বলা হয় পাইলটকে।
3/5
পাইলট ও বিমানবন্দরের কর্মীদের উপস্থিত বুদ্ধিতে তারপর যা ঘটল, তা যে কোনও টানটান থ্রিলারকে হার মানাবে। বিমানের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য বরাদ্দ করা রানওয়ে ফোম ঢেলে মুড়ে দেওয়া হয়।
4/5
অত্যন্ত দক্ষ হাতে সেই ফোমে মোড়া রানওয়েতে বিমানের বেলি ল্যান্ডিং করান পাইলট ক্যাপ্টেন কেশরী সিংহ। বিমান ল্যান্ড করার পরই সিআইএসএফ, মেডিকেল টিম সেখানে ছুটে যায়।
5/5
মুম্বই বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয় বিমানে থাকা সকল যাত্রী সুস্থ রয়েছেন। যা শুনে স্বস্তির নিঃশ্বাস সবমহলে। দেশের বিমান মন্ত্রকের পক্ষ থেকে এই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা সকলকে কুর্নিশ জানানো হয়েছে। (তথ্য ও ছবি সৌজন্য- ANI)
Sponsored Links by Taboola