Partition Horrors Remembrance Day:রাতের আঁধারে পালিয়ে আসা, মর্মান্তিক মৃত্যু...দেশভাগ শুধুই যন্ত্রণার
আজ ১৪ আগস্ট, আজ 'পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে' (Partition Horrors Remembrance Day)। স্বাধীনতার সঙ্গে দেশভাগের যে ভয়ঙ্কর কষ্টের স্মৃতি জড়িয়ে রয়েছে, আজ সেই অতীত মনে করার দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২১ সাল থেকে ১৪ আগস্ট দিনটি 'পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে' (Partition Horrors Remembrance Day) হিসেবে পালন করা হয়। দিনটি পালন করতে দিল্লির রাজীব চওক মেট্রো স্টেশনে এ বছর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।
বেশ কিছু সময় ধরে এই প্রদর্শনী চলবে, এমন খবরও রয়েছে। স্বাধীনতার উদযাপনের মুহূর্তেও যেন সঙ্গে জড়িয়ে থাকা এই বিষাদের ইতিহাস আমরা ভুলে না যাই, এটাই অন্যতম লক্ষ্য এই দিনটি মনে রাখার। ।
দেশভাগের যন্ত্রণা যাঁদের ছিন্নভিন্ন করে দিয়েছিল, তাঁদের যন্ত্রণার কথা স্মরণ করে ট্য়ুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি ট্যুইটারে লেখেন, 'দেশভাগ যে সব ভারতীয়ের প্রাণ কেড়ে নিয়েছিল, পার্টিশন হররস রিমেমব্র্যান্স ডে-তে তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন।'
সঙ্গে আরও বার্তা, ' ভিটেমাটিহীন হয়ে পড়ার যন্ত্রণা সহ্য করতে যাঁরা বাধ্য হয়েছিলেন, তাঁদের কষ্ট ও সংঘর্ষের কথাও মনে করার দিন আজ।'
পরিসংখ্যান বলছে, দেশভাগের আগে পরে হিংসায় অন্তত ১০ লক্ষ মানুষের প্রাণ গিয়েছিল। কারও কারও মতে, সংখ্যাটা অন্তত দ্বিগুণ। সব মিলিয়ে দেড় কোটি মানুষকে দেশ ছাড়তে হয়। অপহৃত বা ধর্ষিত নারীর সংখ্য়া ছিল ৮৩ হাজারের কাছাকাছি। তবে দেশভাগের যন্ত্রণা শুধু সংখ্যা পুরোটা বোঝা সম্ভব নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -