Delhi on Covid19: সিনিয়র সিটিজেনদের সহায়তায় বিশেষ কোভি-ভ্যানের ব্যবস্থা দিল্লিতে
করোনা কালে সিনিয়র সিটিজেনদের সাহায্যের জন্য বিশেষ পদক্ষেপ নিল দিল্লি পুলিশ। তারা কোভি-ভ্যান চালানো শুরু করল রাজধানীর রাস্তায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিনিয়র সিটিজেনদের করোনার টিকাকরণের দরকার হোক বা হাসপাতালে যাওয়ার, সাহায্য করবে এই কোভি-ভ্যান।
স্যানিটাইজ করে প্রত্যেকবার সিনিয়র সিটিজেনদের বিভিন্ন গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে এই কোভি-ভ্যান।
গ্রেটার কৈলাস পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার রীতেশ কুমার জানিয়েছেন বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই বন্দোবস্ত।
পুলিশের মাধ্যমে বিভিন্ন প্রচার-মাধ্যমে কোভি-ভ্যানের যোগাযোগের নম্বর পৌঁছে দেওয়া হচ্ছে। যা সবথেকে বেশি সিনিয়র সিটিজেনরা ব্যবহার করছেন টিকা নেওয়ার ক্ষেত্রেই।
কোভি-ভ্যানের জন্য দেওয়া নম্বরে ফোন করলেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে নির্দিষ্ট গন্তব্য গাড়ি পৌঁছে গিয়ে সিনিয়র সিটিজেনদের নিয়ে তাঁদের প্রয়োজনের জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। (তথ্য ও ছবি সৌজন্য-ANI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -