Lockdown in Pics: লকডাউনের মতো কড়াকড়ি সিকিমে, কালিম্পঙ থেকে বাড়ির পথে পর্যটকরা
লকডাউনের মতো কড়াকড়ি শুরু হয়েছে সিকিমে। তার প্রভাব পড়ল উত্তরবঙ্গের কালিম্পঙে। অর্কিডের জেলায় প্রতিবেশী রাজ্যের সীমানাতে এখন গাড়ির ভিড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদলে দলে ফিরছেন পর্যটকরা। সিকিমে ঢোকার পথ আপাতত বন্ধ হয়ে যাওয়ায়, সমস্যায় পড়েছেন কালিম্পংয়ের সীমানা এলাকার বাসিন্দারা।
অন্যান্য রাজ্যের মতো এখনও অবধি অতটা ভয়ঙ্কর না হলেও, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সিকিমেও। হিমালয়ের কোলে অবস্থিত রাজ্যে গত এক সপ্তাহে প্রতিদিন ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে দশ দিনের জন্য কার্যত লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সিকিম সরকার। রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি হতেই সিকিম ছাড়ছেন পর্যটকরা।
সিকিমে ঢোকার সব রাস্তা এখন বন্ধ। অন্য রাজ্য থেকেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন কালিম্পংয়ের সিকিম সীমানা লাগোয়া এলাকার বাসিন্দারা।
সীমানা লাগোয়া এই সব এলাকার বাসিন্দারা নানা কাজে ও জিনিসপত্র কেনাকাটার জন্য প্রায়ই প্রতিবেশী রাজ্যে পা রাখেন।
কিন্তু, সিকিমের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায়, যে কোনও কাজের জন্য সীমানা এলাকা থেকে কালিম্পং শহরে আসতে হবে সেখানকার বাসিন্দাদের। দৈনন্দিন কাজের জন্য পাড়ি দিতে হবে প্রায় দ্বিগুণ পথ।
যদিও, অন্য রাজ্য থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি সিকিমে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। প্রতিবেশী জেলা দার্জিলিংয়ের তুলনায় কালিম্পংয়ে করোনার প্রকোপ এখনও অনেকটাই কম।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, কালিম্পংয়ে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের। তবে সাবধানতায় খামতি রাখতে চাইছে না স্থানীয় প্রশাসন।
এভাবেই করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে কালিম্পংয়ে। অপরূপ প্রকৃতি আর সাদা অর্কিডের জন্য বিখ্যাত জেলা এখন ভাইরাসের ভয়ে নিঝুম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -