Lockdown in Pics: লকডাউনের মতো কড়াকড়ি সিকিমে, কালিম্পঙ থেকে বাড়ির পথে পর্যটকরা
বাড়ি ফেরার পথে পর্যটকরা
1/10
লকডাউনের মতো কড়াকড়ি শুরু হয়েছে সিকিমে। তার প্রভাব পড়ল উত্তরবঙ্গের কালিম্পঙে। অর্কিডের জেলায় প্রতিবেশী রাজ্যের সীমানাতে এখন গাড়ির ভিড়।
2/10
দলে দলে ফিরছেন পর্যটকরা। সিকিমে ঢোকার পথ আপাতত বন্ধ হয়ে যাওয়ায়, সমস্যায় পড়েছেন কালিম্পংয়ের সীমানা এলাকার বাসিন্দারা।
3/10
অন্যান্য রাজ্যের মতো এখনও অবধি অতটা ভয়ঙ্কর না হলেও, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সিকিমেও। হিমালয়ের কোলে অবস্থিত রাজ্যে গত এক সপ্তাহে প্রতিদিন ২০০-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
4/10
এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে দশ দিনের জন্য কার্যত লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সিকিম সরকার। রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি হতেই সিকিম ছাড়ছেন পর্যটকরা।
5/10
সিকিমে ঢোকার সব রাস্তা এখন বন্ধ। অন্য রাজ্য থেকেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন কালিম্পংয়ের সিকিম সীমানা লাগোয়া এলাকার বাসিন্দারা।
6/10
সীমানা লাগোয়া এই সব এলাকার বাসিন্দারা নানা কাজে ও জিনিসপত্র কেনাকাটার জন্য প্রায়ই প্রতিবেশী রাজ্যে পা রাখেন।
7/10
কিন্তু, সিকিমের দরজা আপাতত বন্ধ হয়ে যাওয়ায়, যে কোনও কাজের জন্য সীমানা এলাকা থেকে কালিম্পং শহরে আসতে হবে সেখানকার বাসিন্দাদের। দৈনন্দিন কাজের জন্য পাড়ি দিতে হবে প্রায় দ্বিগুণ পথ।
8/10
যদিও, অন্য রাজ্য থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়ি সিকিমে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে সেখানকার প্রশাসন। প্রতিবেশী জেলা দার্জিলিংয়ের তুলনায় কালিম্পংয়ে করোনার প্রকোপ এখনও অনেকটাই কম।
9/10
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, কালিম্পংয়ে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৪০০ ছুঁইছুঁই। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ জনের। তবে সাবধানতায় খামতি রাখতে চাইছে না স্থানীয় প্রশাসন।
10/10
এভাবেই করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে কালিম্পংয়ে। অপরূপ প্রকৃতি আর সাদা অর্কিডের জন্য বিখ্যাত জেলা এখন ভাইরাসের ভয়ে নিঝুম।
Published at : 07 May 2021 10:19 PM (IST)