Budget Session 2023:রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে তোলপাড় লোকসভায়!
Lok Sabha Adjourned:বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনেই মুলতুবি লোকসভা।বিতর্কের কেন্দ্রে রাহুল গান্ধীর একটি বক্তব্য যা ঘিরে উত্তাল হল লোকসভার অধিবেশন।
রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে তোলপাড় লোকসভায়!
1/8
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনেই মুলতুবি লোকসভা।
2/8
বিতর্কের কেন্দ্রে রাহুল গান্ধীর একটি বক্তব্য যা ঘিরে উত্তাল হল লোকসভার অধিবেশন।
3/8
"আমার ফোন কল রেকর্ড করা হচ্ছে।" - লন্ডনের সেমিনারে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী
4/8
সেই নিয়ে লোকসভা উত্তাল হয় সোমবার। পরে দুপুর ২ টো অবধি সভা মুলতুবিও হয়ে যায়।
5/8
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, এই সংসদের সদস্য রাহুল গান্ধী লন্ডনে গিয়ে ভারতকে অপমান করেছেন।
6/8
রাজ্যসভায় বিজেপি নেতা পীযূষ গোয়েল রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়টি তুলে ধরেন এবং কংগ্রেস নেতার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।
7/8
গোয়েলের এই বক্তব্যের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জবাব দেন। খাড়গে বলেন, "যে এই কক্ষের সদস্য নন এমন কাউকে নিয়ে মন্তব্য করার নিন্দা করছি।"
8/8
পরে একে একে বিরোধী দলের সাংসদদের বেরিয়ে আসতেও দেখা যায়।
Published at : 13 Mar 2023 08:55 PM (IST)