Indian Flower Festivals:উত্তর থেকে দক্ষিণ, ভারতের নানা চোখজুড়োনো ফুলের প্রদর্শনী
বই থেকে হস্তশিল্প হয়ে রকমারি খাবার, পশ্চিমবঙ্গ তথা পুরো দেশেই উৎসবের উপলক্ষ্য কিছু কম নেই। কিন্তু ফুলের উৎসব? হ্যাঁ, তাও রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীনগর থেকে মাইসুরু, দেশের নানা প্রান্তে নানা সময়ে একাধিক জনপ্রিয় ফুলের উৎসব হয়ে থাকে।
প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে চণ্ডীগড়ে জাকির হুসেন রোজ গার্ডেনে তিন দিন ধরে চলে 'রোজ ফেস্টিভ্যাল'।
মার্চে রয়েছে টিউলিপ ফেস্টিভ্যাল। ইন্দিরা গাঁধী টিউলিপ গার্ডেনে ফুলের এই উৎসব আয়োজন করা হয়।
বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি দিয়ে ফুটে থাকা টিউলিপের সারি অল্প কথায় অত্যন্ত নয়নাভিরাম।
'উটি'-র সরকারি বাগানে ফি বছর ২০ মে থেকে ২৫ মে পর্যন্ত চলে 'উটি ফ্লাওয়ার শো'।
বেঙ্গালুরুর লালবাগ বট্যানিকাল গার্ডেনেও চোখজুড়ানো ফুলের উৎসব চলে আগস্ট মাসে।
এছাড়াও তামিলনাড়ুর কোদাইকানালে 'কুরিঞ্জি ফেস্টিভ্যাল', মহারাষ্ট্রের 'কাস মালভূমি ফুল প্রদর্শনী'-ও দেখার মতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -