Mamata E Scooter Pics: বাড়ির পথে ই-স্কুটারে চালকের আসনে মমতা
ভারতে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। ইতিমধ্যেই তা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। তার ওপর গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দামও সিলিন্ডারপ্রতি ২৫ টাকা বেড়েছে। এই ভাবে মোদি সরকারের আমলে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকালে সওয়ারি। বিকেলে চালক। গত দশ বছর ধরে, রাজ্য প্রশাসনে চালকের আসনে তিনি। এবার ই-স্কুটারেও চালকের আসনে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই-স্কুটারে চড়ে নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন স্কুটার চালাচ্ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিকেলে সবাইকে চমকে নিজেই স্কুটারের চালকের আসনে বসে, নবান্ন থেকে বেরোন মুখ্যমন্ত্রী। আশপাশ থেকে ই স্কুটার ধরে ছিলেন নিরাপত্তারক্ষীরা ফেরার পথে।
অনভ্যস্ত হাতে ধীর গতিতে ই-স্কুটার এগিয়ে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চালানোর অভ্যেস নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দমার পাত্র নন। অপটু হাতে একবার একটু হেলে পড়ে স্কুটার। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পথচারীদের উদ্দেশে তাঁকে হাত নাড়তেও দেখা যায়।
মুখ্যমন্ত্রী ই-স্কুটার চালিয়ে ফিরছেন, এই বিরল দৃশ্য দেখে রাস্তায় ভিড় জমে যায়। অনেকেই মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন এই দৃশ্য। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে পেট্রোল ডিজেলের সেস ১ টাকা কমিয়েছে রাজ্য সরকার।
এইভাবে স্কুটার চালিয়ে বাড়ি অবধি যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সকালের মতোই ফের নিশানা করেন বিজেপিকে। মুখ্যমন্ত্রীর কথায়, মোদি আসার আগে গ্যাসের দাম ছিল চারশো টাকা।এখন আটশো। আবার চারশোয় ফিরিয়ে আনতে হবে। আগে বিশ্ব বাজারে তেলের দাম বেশি ছিল। এখন হাফ, তাও ভারতে দাম বেশি কেন? প্রশ্ন মমতার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -