Aero India 2023:ফ্রেমবন্দি 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'-র উদ্বোধন!
শুরু হল এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস ও ডিফেন্স এগজিবিশন শো, 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'। এদিন প্রদর্শনীর উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএয়ারো ইন্ডিয়া ২০২৩ চলছে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশনে।
একাধিক যুদ্ধবিমান ও কপ্টারের কসরত, পাশাপাশি লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'-র নানা কেরামতি থাকছে এই প্রদর্শনীতে।
এদিন 'এয়ারো ইন্ডিয়া ২০২৩' উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এর ফলে ভারতের শক্তি ও আকাঙ্খার নতুন দিকগুলি তুলে ধরা যাবে।
এ ব্যাপারে ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত 'তেজস' যুদ্ধবিমানের প্রশস্তি শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে।
৯৮টি দেশের ৮০৯টি এমন সংস্থা এবার এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
মূলত সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হলেও এখানে এ দেশের অভ্য়ন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় যে জোয়ার এসেছে তা তুলে ধরারও চেষ্টা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লাইপাস্টের সময় যখন 'গুরুকূল ফর্মেশন' হচ্ছিল, তখন তার পুরোভাগে ছিলেন ভারতের বায়ুসেনা প্রধান, চিফ মার্শাল ভি আর চৌধরী।
আরও নানা ধরনের 'ফর্মেশন'-এ সেজে ওঠে ইয়েলাহাঙ্কা এয়ারফোর্স স্টেশন। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -