United Opposition Meet:বেঙ্গালুরুর বৈঠক শেষে মমতার মুখে 'আমাদের ফেভারিট রাহুল গাঁধী', ফ্রেমবন্দি নানা মুহূর্ত
'আমাদের ফেভারিট রাহুল গাঁধী'। বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের শেষে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূল সুপ্রিমোর মুখে কংগ্রেস নেতার প্রশংসার পরই নতুন জল্পনা জাতীয় রাজনৈতিক মহলে। তবে কি এবার রাহুলকেই বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে বেছে নেওয়ার বার্তা দিলেন মমতা?
'২৪-র সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে একজোট হওয়ার লক্ষ্যে বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে বসেছিল ২৬টি দল। এদিন এই জোটের নামকরণও হয়েছে।
পাটনার পর বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে (Opposition Meeting) ঠিক হয়েছে জোটের নাম হবে- INDIA। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স।
কিছুদিন আগেই বিজেপিকে পরাস্ত করে কর্ণাটকে ক্ষমতা দখল করেছে কংগ্রেস। যে জয়ে উঠে এসেছে রাহুল গাঁধীর ভারত জোড়ো যাত্রার ভূমিকাও।
কংগ্রেসের কর্নাটক জয়ের পর বিজেপি বিরোধী শক্তির জয়ের বার্তা দিলেও কংগ্রেসের নাম তখন মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তোলেননি রাহুলের প্রসঙ্গও।
এবার সেই কর্নাটকেরই রাজধানী বেঙ্গালুরুতে এক মঞ্চে বসে রাহুলকে 'আমাদের ফেভারিট' শিরোপা দিয়ে সকলকে চমকে দিলেন মমতা।
ঘটনাচক্রে 'আপ' প্রধান অরবিন্দ কেজরিওয়ালের মুখেও কংগ্রেসের প্রশংসা শোনা গিয়েছে। সব মিলিয়ে সামনে এল নতুন সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -