Daily Astrology : আর্থিক লাভের সম্ভাবনা মিথুনের, দিনটি কেমন কাটবে আপনার ?
মেষ- পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। তার জেরে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। যদিও আর্থিক সমস্যার থেকে, পরিবারের সদস্যের সুস্থতাকে অগ্রাধিকার দিতে হবে। কেউ সমস্যা নিয়ে আপনার কাছে এলে, আপনার মানসিক শান্তি নষ্ট করার জন্য আজ অন্তত তাঁকে সুযোগ দেবেন না। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। সঙ্গীর সঙ্গে বিবাদ এড়াতে তাঁর সঙ্গে কথা বলুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ- নিজের ফিটনেস ও সার্বিকভাবে সুস্থ থাকতে, বেশি ক্যালোরিযুক্ত খাবার এড়িয়ে যান। কর্মক্ষেত্রে আজ কোনও সহকর্মী আপনার কোনও মূল্যবান জিনিস হাতিয়ে নিতে পারেন। তাই নিজের জিনিসের উপর নজর রাখুন। বাড়িতে থাকার সময় কাউকে আঘাত না করার চেষ্টা করুন। আপনার ভালবাসার জীবন এবার ইতিবাচক দিক নিতে চলেছে। কর্মক্ষেত্রে বিরোধীর মোকাবিলার সময় বিচক্ষণতা ও সাহস দেখান।
মিথুন- সাম্প্রতিক ঘটনা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে। ধ্যান ও যোগ চর্চায় আপনি শারীরিক ও আধ্যাত্মিকভাবে লাভবান হবেন। আর্থিক লাভের বিশাল সম্ভাবনা রয়েছে। মূলত সন্ধে নাগাদ। কারণ, আগে ধার দেওয়া টাকা ফেরত পাবেন। সামাজিক জমায়েত প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ এনে দেবে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে। স্পষ্ট দেখা যাচ্ছে উন্নতি। কোনও গসিপে জড়াবেন না। কারণ, তাতে আপনার প্রচুর মূল্যবান সময় নষ্ট হতে পারে।
কর্কট- দিনটি যদি যোগ ও ধ্যান দিয়ে শুরু করেন, তাহলে উপকৃত হবেন। সারাদিন এনার্জি থাকবে। বিনিয়োগ করুন। কিন্তু, তার আগে যথাযথ উপদেশ নিন। পরিবারের সদস্যরা আপনারা আইডিয়াকে সমর্থন জানাবে। সময় পেলে ধর্মীয় স্থানে দর্শনে যান। যার মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পাবেন। অপ্রয়োজনীয় বিবাদ থেকে নিজেকে সরিয়ে নিন।
সিংহ- আজ একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। বিশেষ করে যদি সাম্প্রতিক সময়ে মানসিক চাপে থাকেন। আর্থিক ব্যাপারে ভাই-বোনদের উপদেশ নিন। এই সময়ে সঙ্গী আপনাকে সাহায্য করবেন। প্রেমিকাকে ছাড়া সময় কাটানো কঠিন হয়ে উঠবে। তাই নিজেকে সৃষ্টিশীল কাজে জড়িয়ে রাখুন। যদি স্ত্রীকে ছাড়াও কোনও পরিকল্পনা করার কথা ভাবেন, তাহলে খুব প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে।
কন্যা- বিনিয়োগের কথা ভাবতে পারেন। কিন্তু তার আগে যথাযথ উপদেশ নিয়ে নিন। আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োজনের থেকেও বেশি নাক গলাতে পারেন বন্ধুরা। আপনার ভালবাসার জীবনে রয়েছে আশা-ইতিবাচকতা। টাকা রোজগারের কোনও আইডিয়ার সুযোগ নিন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকতে পারেন।
তুলা- এনার্জির অভাব বোধ করতে পারেন। যার প্রভাব আপনার সার্বিক স্বাস্থ্যে পড়বে। অসুস্থতার বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক মানসিকতা রাখুন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যদি ব্যবসায় নতুন কারও সঙ্গে পার্টনারশিপের কথা ভাবছেন, তাহলে কোনও অঙ্গীকার করার আগে প্রয়োজনীয় তথ্য জোগাড় করুন। আজ অন্যরা আপনার প্রশংসা করবেন। স্বামী-স্ত্রীর সম্পর্কে চাপ থাকতে পারে। বিবাদ মেটানোর জন্য খোলামেলা আলোচনা প্রয়োজন। এগুলো অবহেলা করলে পরিস্থিতির অবনতি হতে পারে।
বৃশ্চিক- সহানুভূতিশীল স্বভাবের জেরে অপ্রত্যাশিত আশীর্বাদ পাবেন। সন্দেহ, অবসাদ, লোভ এবং ঈর্ষামুক্ত থাকতে পারবেন। স্বামী-স্ত্রীর বিবাদে মানসিক চাপ বাড়তে পারে। তাই, অপ্রয়োজনীয় চাপ নেবেন না। সহকর্মীর থেকে সাহায্য পাবেন। সময়ের মূল্য দিন । স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর প্রচুর সময় থাকবে।
ধনু- সুস্বাস্থ্যের জন্য দীর্ঘ দূরত্ব হাঁটুন। নতুন আর্থিক প্রকল্প নিয়ে সতর্ক থাকুন। কোনও অঙ্গীকার করার আগে এর সুবিধা-অসুবিধা দেখে নিন। বাচ্চাদের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবেন না। কাজের জায়গায় উন্নতি পরিলক্ষিত হবে। প্রশংসাযোগ্য কাজ করার চেষ্টা করুন।
মকর- আপনার স্বাস্থ্যের পক্ষে দিনটি অনুকূল। আপনার ইতিবাচক ও উৎসাহী মন টনিকের কাজ করবে। এমন কোনও চিঠি আসতে পারে যার জেরে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আপনার নতুন পরিকল্পনা নিয়ে উৎসাহী থাকবেন সঙ্গী। আজ প্রশংসা পাবেন। খোলামেলা আলোচনায় যে কোনও সমস্যার সমাধান করতে পারবেন।
কুম্ভ- দিবাস্বপ্নে কোনও লাভ হবে না। পরিবারের প্রত্যাশা পূরণে পদক্ষেপ নিন। দীর্ঘমেয়াদি বিনিয়োগের পথে হাঁটবেন না। কাছের বন্ধুর সঙ্গে বাইরে গিয়ে আনন্দ করার চেষ্টা করুন। বন্ধু, ব্যবসার সঙ্গী, আত্মীয়দের সঙ্গে ডিল করার সময় সতর্ক থাকুন। ঘরে একা সময় কাটানোর চেষ্টাও করতে পারেন। কোনও বইয়ে ডুবে থাকতে পারেন।
মীন- উদ্বেগ কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। নতুন আর্থিক চুক্তি সফলভাবে শেষ হবে। সময় নষ্ট না করাই ভাল। স্বামী-স্ত্রীতে কোনও নস্টালজিয়ায় ডুবতে পারেন। যার জেরে কৈশোরের কথা মনে পড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -