Indian Evacuation:সুদান থেকে সরানো হল ১৭০০-রও বেশি ভারতীয়কে
সংঘর্ষে উত্তাল সুদান থেকে ১৭০০-রও বেশি ভারতীয়কে সরিয়ে আনল নয়াদিল্লি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার সকাল পর্যন্ত যা হিসেব, তাতে এই ১৭০০ জনের মধ্যে এঁদের ৬০০ জন হয় ভারতে পৌঁছে গিয়েছেন বা দেশে ফেরার পথে।
বুধবার রাতেই একটি চার্টার্ড বিমান ৩৬০ জনকে ফিরিয়ে আনে। পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর C-17 গ্লোবমাস্টারে করে আরও ২৪৬ জনকে ফেরানোর কথা।
সংঘর্ষে রক্তাক্ত সুদানে ভারতীয়-সহ অন্তত ৩০০ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে এর মধ্যেই। এমনই এক নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন ভি মুরলীধরন।
দেশের সেনা ও আধাসেনার মধ্যে তুমুল অশান্তি চলছে গত কদিন ধরে। নির্বাচিত সরকারের হাতে কবে দেশের শাসনভার তুলে দেওয়া হবে, তাই নিয়েই এই অশান্তির সূত্রপাত।
গত মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছিল সুদানে।
তার মধ্যেই ভারতীদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। বিদেশসচিবের আশ্বাস, যত দ্রুত সম্ভব সমস্ত নাগরিককে নিরাপদস্থানে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এখনও পর্যন্ত খার্তুমে ভারতের দূতাবাসে অনলাইন বা সরাসরি ৩৪০০ নাগরিক যোগাযোগ করেছেন। ১৭০০ জন বাদে বাকিরা, যাঁরা আটকে রয়েছেন তাঁরাও যাতে নিরাপদে ফিরতে পারেন সেই দিকেও নজর রাখা হচ্ছে। আশ্বাস বিদেশসচিবের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -