MP on Covid19: কমেছে সংক্রমণ, ১ জুন থেকে আনলক পর্ব শুরু মধ্যপ্রদেশে
ইঙ্গিত ছিলই। এবার সেই মতোই আনলক পর্ব শুরুর বিজ্ঞপ্তি জারি করল মধ্যপ্রদেশ সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগের তুলনায় করোনা সংক্রমণের হার কমেছে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছিলেন, আগামী ১ জুন থেকে লকডাউন বিধি শিথিলের পথে হাঁটতে শুরু করবে মধ্যপ্রদেশ।
image 3একটি বিবৃতি জারি করে ইতিমধ্যেই জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে বাজার-দোকান খুলতে শুরু করবে। এ বিষয়ে বেশ কিছু কৌশলও নিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার।
৫২টি জেলার মধ্যে ইন্দোর, ভোপাল, সাগর এবং মরিনাসহ মাত্র ৪টি জেলায় সংক্রমণের হার ৫ শতাংশর ওপরে। বাকি ৪৮টি জেলাতেই ৫ শতাংশের নিচে নেমে গিয়েছে দৈনিক সংক্রমণের হার।
সংক্রমণের নিরিখে জেলাগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং আলাদা আলাদা জেলার জন্য আলাদা গাইডলাইন জারি করা হয়েছে সরকারের তরফে।
বাজার-দোকান খোলার সুপারিশে মন্ত্রীদের একটি দলও গঠন করা হয়েছে বলে সূত্রের খবর। তাঁরা প্রয়োজনীয় উপদেশ দেবেন। তবে যদি সংক্রমণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে ফের বিধি-নিষেধ জারি করা হবে রাজ্যে এমনটাও জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, কলেজ, স্কুল, কোচিং সেন্টার, শপিং মল, সিনেমা খোলার কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি মধ্যপ্রদেশ সরকার। নির্দিষ্ট সময়ের জন্যই খোলা থাকবে বাজার-দোকান। পাশাপাশি সপ্তাহান্তের কার্ফুও জারি থাকবে আপাতত।
শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, মেলা ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা এখনও রয়েছে। বিয়েতে ২০ জন এবং মৃত ব্যক্তির শেষকৃত্য়ে ১০জনের উপস্থিতির অনুমতি থাকছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা। কাজেই সকলকে কোভিড বিধি মেনে মাস্ক পরতে হবে। সচেতনতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সম্প্রতি করোনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মাসে ৫,০০০টাকা পেনশন ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার এবং কোভিড আক্রান্ত হয়ে বাবা-মা বা অভিভাবক মারা গিয়েছে এমন শিশুদের সাহায্য করবে সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -