Narendra Modi Mother Heeraben Death : খালি পায়ে কাঁধে তুলে নিলেন মাকে, শোকবিহ্বল মাতৃহারা মোদি
Narendra Modi : ভোররাতে নিজেই দেশবাসীকে দিয়েছিলেন ব্যক্তি শোকের খবর। সকালেই দিল্লি থেকে উড়ে যায় গাঁধীনগর, সেখানে গিয়ে মায়ের শেষকৃত্যে যোগ দেন মাতৃহারা মোদি।
Heeraben Death,Narendra Modi,narendra modi mother,pm modi,modi mother death,pm modi mother death
1/10
আমদাবাদের হাসপাতালে রাত সাড়ে তিনটেয় প্রয়াত হন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। ট্যুইট করে জানান নিজেই।
2/10
সাতসকালেই নয়াদিল্লি থেকে গাঁধীনগরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ৭টা নাগাদ পৌঁছন তিনি।
3/10
ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে গিয়ে গাড়ি করে সোজা ভাইয়ের বাড়িতে পৌঁছে যান নরেন্দ্র মোদি।
4/10
প্রধানমন্ত্রী তথা ছেলে পৌঁছনোর পর হীরাবেনের মরদেহ নিয়ে যাওয়া হয় শেষকৃত্যের জন্য।
5/10
খালি পায়ে নরেন্দ্র মোদি কাঁধে তুলে নেন মায়ের দেহ। বাড়ি থেকে বের করে শববাহী শকট পর্যন্ত কাঁধে বয়ে মাকে নিয়ে যান প্রধানমন্ত্রী।
6/10
সেখান থেকে গাঁধীনগরের শ্মশানের পথে শববাহী শকটের সঙ্গেই ছিলেন নরেন্দ্র মোদি।
7/10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাকে হারানোয় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে দেশের বিশিষ্ট জনেরা শোকবার্তা জানিয়েছেন।
8/10
শ্মশানে হাজির হয়েছিলেন গুজরাটের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে ব্যবসায়ী গৌতম আদানি প্রমুখ।
9/10
দাহকাজের পর চিতাভস্ম ভাসানোর শেষে গাঁধীনগর থেকে আমদাবাদে ফিরে গিয়ে নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা নরেন্দ্র মোদির।
10/10
ব্যক্তিগত শোকের আবহে সশরীরে এসে বঙ্গ সফর বাতিল করলেও ভার্চুয়ালি নির্ধারিত সব অনুষ্ঠানেই যোগ দেবেন দেশের প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Published at : 30 Dec 2022 10:42 AM (IST)