Nitish Kumar:সকালে ইস্তফার পর বিকেলে শপথগ্রহণ, প্রথম বার্তায় কী বললেন নীতীশ?
'অতীতেও আমরা (জেডিইউ এবং বিজেপি) একসঙ্গে ছিলাম। মাঝে আলাদা হয়ে যাই ঠিকই, কিন্তু আমাদের দল এবার বুঝতে পেরেছে। তাই সিদ্ধান্ত হয়েছে, আমরা সব সময় একসঙ্গে থাকব', আরজেডি-র হাত ছেড়ে বিজেপির হাত ধরার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম প্রতিক্রিয়া জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারের । (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেডি(ইউ) প্রধান জানান, এদিন আরও ৮ জন শপথ নিয়েছেন। বাকিরাও দ্রুত শপথ নেবেন। তাঁর কথায়, 'সম্রাট চৌধুরি এবং বিজয়কুমার সিংহ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন। বিহারের উন্নয়নের জন্য আমরা কাজ করব।'(ছবি:PTI)
'এই লক্ষ্যেই ধ্যানজ্ঞান থাকবে আমাদের', সংযোজন তাঁর। গত মাসে লালন সিংহের হাত থেকে দলের রাশ নিজের হাতে নেওয়ার পর থেকেই অনেকে আন্দাজ করছিলেন, বিহারের রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে।(ছবি:PTI)
এর পর, ইন্ডিয়া জোটের আহ্বায়ক পদ প্রত্যাখ্যান করায় সেই জল্পনা বাড়ে। এর মধ্যে বিহারের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, কর্পুরি ঠাকুরকে 'ভারতরত্ন' দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন নীতীশ।(ছবি:PTI)
আরজেডি-জেডিইউ-এর মধ্যে ফাটলের চর্চা আরও তীব্র হয় যখন নাম না করে 'পরিবারবাদ' নিয়ে সমালোচনার সুর শোনা গিয়েছিল নীতীশের মুখে। সব জল্পনায় সিলমোহর পড়ে রবিবার সকালে। 'মহাগঠবন্ধন'থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন তিনি। (ছবি:PTI)
এদিন নীতীশ কুমারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে এও বার্তা দেন যে বিহারের জনতার আশা-আকাঙ্খা পূরণ করতে চেষ্টার কোনও ত্রুটি রাখবে না এনডিএ।(ছবি:PTI)
বিহার সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য সম্র্রাট চৌধুরি এবং বিজয়কুমার সিংহকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।(ছবি:PTI)
রবিবার যখন জেডি(ইউ) প্রধান বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন,তখন আরজেডি বিধায়ক তেজস্বী বিধায়ক বলেন, 'আজ তো বিজেপির সঙ্গে মিলে শপথ নিলেন নীতীশ, কতদিন একসঙ্গে থাকবে দেখুন। সবে খেলা শুরু হল, ২০২৪-এই শেষ হয়ে যাবে জেডিইউ।'(ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -