Kolkata Metro Railway: কলকাতায় কাল থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কতক্ষণ অন্তর ট্রেন?
কলকাতায় ১৬ জুলাই থেকে জনসাধারণের জন্য চালু হয়েছে মেট্রো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত সোম থেকে শুক্রবার পর্যন্ত পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানো যাবে বলে নির্দেশিকা জারি করেছিল রাজ্য।
আগামীকাল, সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৯ জুলাই থেকে ১৯২টি মেট্রোর বদলে ২০৮টি মেট্রো চলবে।
সপ্তাহের কাজের দিনগুলিতে সকাল ও সন্ধেবেলা যাত্রীদের চাপ থাকে। তাই এই দুই সময়ে অতিরিক্ত ১৬টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল ও সন্ধেবেলার ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। ওই সময় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, এবং দমদম থেকে কবি সুভাষের জন্য ট্রেন ছাড়বে।
দিনের শেষ ট্রেন ছাড়বে ৭টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। ৮টার সময় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের জন্য ট্রেন ছাড়বে।
শনিবার শুধুমাত্র অত্যাবশ্যকীয় কাজের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য চলবে মেট্রো।
শনিবার মোট ১০৪টি মেট্রো চলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -