Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Onam Festival:'ওনাম' উৎসবে মাতোয়ারা কেরল
কে বলে নতুন ফসলের উৎসব শুধু এ বঙ্গেরই? তা হলে একবার কেরলের দিকে তাকানো যাক। এই মুহূর্তে 'ওনাম উৎসবে' মাতোয়ারা দক্ষিণের এই স্বর্গসুন্দর রাজ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনানা রঙের আলোয় সেজে উঠেছে সরকারি ভবন।
বিশেষ সাজে সজ্জিত শিল্পীদের রাজ্যের বিধানসভা ভবন চত্বরে অভ্য়র্থনা জানিয়েছেন স্বয়ং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
ইদুক্কি জেলায় আবার বাঘের সাজে সাংস্কৃতিক মিছিলে পা মিলিয়েছেন বহু মানুষ।
শুধু কেরল নয়, তামিলনাড়ুর চেন্নাইয়ের এক কলেজেও এই উৎসব উপলক্ষ্যে কয়েকদিন আগেই সুন্দর নৃত্য পরিবেশন করেন পড়ুয়ারা।
বস্তুত, এ বছর ২০ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত 'ওনাম' উৎসব চলার কথা।
এই উৎসবের সবচেয়ে পবিত্র দিনের নাম 'তিরুবোনাম'। কেরলের বাসিন্দাদের বিশ্বাস, এই দিনেই বীরোচন-পুত্র ও প্রহ্লাদের পৌত্র, কিংবদন্তী রাজা মহাবলী পাতাল থেকে নিজের লোকেদের কাছে ফিরে এসেছিলেন।
আলাপুঝা বা আলেপ্পি, কোচি, তিরুবনন্তপুরম, ত্রিশূরের মতো জায়গায় এই উৎসবের ছবি দেখার মতো। তবে কেরলের বাইরে বসবাসকারী মালয়ালিরাও এই উৎসব নিজেদের মতো করে পালন করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -