In Pics: লকডাউনের বর্ষপূর্তিতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ভ্রুকুটি
লকডাউনের বর্ষপূর্তি। রাজ্যে লকডাউন শুরুর এক বছর পূর্তি হল আজ। এরইমধ্যে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০৪জন। মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে সংক্রমণ বেড়ে ৫ লক্ষ ৮১ হাজার ৪০৩। সুস্থতার হার ৯৭.৬০ শতাংশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর ঠিক তার আগে ২২ মার্চ ছিল জনতা কার্ফু। ভাইরাসের চেন ভাঙার জন্যই কার্ফু ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউনের বর্ষপূর্তিতে ফের করোনার ত্রাস দেশে।
মারণ ভাইরাসের থাবা পড়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পরিবারে। করোনায় আক্রান্ত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও।
ফের কপালে চিন্তার ভাঁজ। বাড়ছে করোনার গ্রাফ। তবে কি ফিরে এল একবছর আগের স্মৃতি? দেশের ৬ রাজ্যে যেভাবে সংক্রমণ বাড়েছে তাতে উঠছে এই প্রশ্ন। এই তালিকায় আছে মহারাষ্ট্র, পঞ্জাব, কর্ণাটক, গুজরাত, ছত্তীসগঢ়, তামিলনাড়ু।
দেশের বড় শহরগুলিতে প্রতি রবিবার লকডাউন ঘোষণা করেছে মধ্য প্রদেশ সরকার। ৩১ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির এই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকও হয়। ইতিমধ্যে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কোভিড বিধি পালনে আরও কড়াকড়ি করতে হবে। দ্রুত পরীক্ষা করে করোনা রোগীকে চিহ্নিতকরণ করতে হবে। সংক্রমণের উৎস দ্রুত খুঁজে বের করতে হবে। আরটিপিসিআর টেস্টের সংখ্যা আরও দ্রুত বাড়াতে হবে। ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার ৭৯৬-তে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১২।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -