Operation Dost:বিপদের দিনে পাশে ভারত! 'অপারেশন দোস্ত'-র মাধ্য়মে সাহায্য তুরস্ক-সিরিয়ায়
বিপর্যয়ের দিনে তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। 'অপারেশন দোস্ত'-র মাধ্য়মে সাহায্য যাচ্ছে ভূকম্পবিধ্বস্ত এলাকায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার আরও ২৩ টন ত্রাণসামগ্রী ভূকম্পবিধ্বস্ত সিরিয়ায় যোগদান করেন।
দামাস্কাস বিমানবন্দরে ওই ত্রাণসামগ্রী নিতে আসে স্থানীয় প্রশাসনের দায়িত্বেপ্রাপ্ত ডেপুটি মিনিস্টার মৌতাজ দৌআজি।
তার পর ওই উড়ানই তুরস্কে ১২ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়। মেডিক্যাল ইক্য়ুইপমেন্টের মতো জিনিস পাঠানো হয় তাতে।
এর আগে ভারতীয় সেনার সি-১৭ বিমানে আর্মি ফিল্ড হাসপাতালে আরও ত্রাণসামগ্রী পাঠানো হয়।
রবিবার দুপুর পর্যন্ত যা হিসেব, তাতে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়ে গিয়েছে।
এর মধ্যে তুরস্কে প্রাণ গিয়েছে ২৪ হাজার ৬১৭ জনের, সিরিয়ায় সংখ্যাটি সাড়ে চার হাজার।
রাষ্ট্রপুঞ্জে ত্রাণ সংক্রান্ত বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথসের কথায় আশঙ্কার নতুন সুর শুনতে পেয়েছে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে তা নিশ্চিত নয়।
এদিন সিরিয়ার ভূকম্পবিধ্বস্ত এলাকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কাতার। এগিয়ে এসেছে জার্মানিও। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -