PM Modi: পরীক্ষার আগে ভোকাল টনিক মোদির! উচ্ছ্বাসে মাতল পড়ুয়ারা
সামনেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। পরীক্ষার চাপ কমাতে আজ প্রধানমন্ত্রী পেপ-টক নিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনয়াদিল্লির ভারত মণ্ডপমে পরীক্ষা পে চর্চা-য় পরীক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বললেন মোদি। এতে অংশ নিয়েছেন গোটা দেশের ২ কোটি ২৬ লক্ষেরও বেশি পডুয়া।
সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা, দেড়ঘণ্টার পরীক্ষা পে চর্চা-য় প্রধানমন্ত্রীকে প্রশ্নও করতে পেরেছেন ছাত্র-ছাত্রীরা। এই অনুষ্ঠানে ছিলেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও। প্রতিবারই বোর্ডের পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য থাকে মোদির এই ভোকাল টনিক।
'ভয় বা টেনশনে থেকে নয়, পরীক্ষা দেওয়া হোক উত্সবের মেজাজে' গতবছর পরীক্ষার্থীদের মুখোমুখি হয়ে এমনই একাধিক লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রত্যেক বছরই পরীক্ষার চাপ সংক্রান্ত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করেন প্রধানমন্ত্রী । আর তাঁকে সামনে পেয়ে অনেক ছাত্রছাত্রীই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এবারও তেমনই একটি আলাপচারিতা হয়েছে
করোনা আবহে একবছর বন্ধ ছিল এই মুখোমুখি সেশন। ২০২২ থেকে পরপর দু-বছর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বোর্ড-পরীক্ষায় উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী। এবারও তেমনটা হয়েছে।
পড়ুয়াদের দিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। সেখানে যান প্রধানমন্ত্রী। পড়ুয়াদের তৈরি জিনিস হাতে নিয়ে দেখেন। কথা বলেন তাদের সঙ্গে।
imagপ্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বাসে ভেসেছেন পড়ুয়ারা। পড়ুয়াদের দিকে হাত নাড়ান মোদি। তাঁকে দেখে কেউ ডাকছিলেন, কেউ হাত জোড় করে নমস্কার করেন। কেউ করমর্দনের জন্য বাড়িয়ে দেন হাত। e 9
- - - - - - - - - Advertisement - - - - - - - - -