G20 Summit 2023:জি-২০ শীর্ষবৈঠকে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নানা মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি, ফ্রেম সাজানো সোশ্য়াল মিডিয়ায়
রবিবারই শেষ হয়েছে জি-২০ শীর্ষসম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির X হ্যান্ডেলে চোখ বোলালেই বোঝা যাবে, শীর্ষবৈঠকের স্মৃতি কতটা টাটকা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ছবি সাজানো সেখানে। যেমন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। তাঁর সঙ্গে আলিঙ্গনের পাশাপাশি আলাপচারিতার ছবিও পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবিতে আবার এক দিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন, অন্য দিকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।
জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে এই ছবিটি দিয়ে ক্যাপশনে প্রধানমন্ত্রীর হ্যান্ডেলে লেখা হয়, দূষণহীন শক্তি, আবিষ্কার ও পৃথিবীকে কী ভাবে আরও উন্নত গ্রহ করা যায় এই নিয়ে আলোচনা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সিওক ইয়েওলের সঙ্গে যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরাল করার ব্যাপারে আলোচনা হয়েছে, সেটাও স্পষ্ট প্রধানমন্ত্রী মোদির হ্যান্ডেল থেকে।
ভারত-ফ্রান্স সম্পর্কের কথা নতুন নয়। ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল মাক্রঁর সঙ্গে দুপুরের খাওয়াদাওয়ার মাঝে সেই নিয়েই অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। তার মধ্যেই এই ছবি।
ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের সবকটি দিক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি।
এই বছরই জি-২০ গোষ্ঠীর স্থায়ী সদস্যপদ পেয়েছে আফ্রিকান ইউনিয়ন। তার চেয়ারপার্সন AZALI Assoumani-র সঙ্গেও প্রধানমন্ত্রী মোদির আলাপচারিতা হয় নানা বিষয়ে।
আন্তর্জাতিক সম্পর্কক্ষেত্রে তুরস্ক-ভারত সমীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি-২০ শীর্ষবৈঠক উপলক্ষ্যে তুরস্কের প্রেসিডেন্টে রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে দ্বিপাক্ষিক শিল্প ও পরিকাঠামার লেনদেন বাড়ানো নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদি।
নাইজিরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু-র সঙ্গে আলোচনার মুহূর্তে প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বহু মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। কোথাও তিনি হালকা মেজাজে, কোথাও গুরুগম্ভীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -