PM Modi : শ্রীরাম ও মোদির কাটআউটে সাজল অযোধ্যা, উচ্ছ্বসিত জনতাকে হাত নেড়ে অভিবাদন প্রধানমন্ত্রীর, দেখুন ছবি
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের আগে মোদি-ময় অযোধ্যা। রাম জন্মভূমিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে স্বাগত জানালেন যোগী আদিত্যনাথ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅযোধ্যায় মেগা রোড শো করলেন প্রধানমন্ত্রী। রাস্তার দুধারে উপচে পড়ল আগ্রহী মুখ। ফুল ছুড়ে অভ্যর্থনা জানাল হল মোদিকে। তিনি হাত নেডে জানালেন অভিবাদন।
মোদিকে ঘিরে চোখে পড়ার মতো উদ্দীপনা রাম জন্মভূমিতে। চলছে মন্ত্রোচ্চারণ। বাজল ডমরু। ফুলে ফুলে সেজে উঠল পথ। মোদির উপর হল পুষ্পবৃষ্টি ।
অযোধ্যা সফরে ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট, রেল স্টেশনের সঙ্গেই করবেন ৬টি বন্দে ভারত, ২টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা। একটি পাবে বাংলাও।
রাম জন্মভূমিতে শুধুই রামায়ণের থিম, সেজে উঠেছে দশরথের মহল। প্রতিটি বাড়ির একই রঙ, একই প্যাটার্ন। লাইটস্ট্যান্ডে লাগানো হয়েছে ফুলের মালা।
মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর ও অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন করবেন মোদি।
অযোধ্যাজুড়ে আজ শ্রীরাম ও মোদির বড় বড় কাটআউট। গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম লেখা পতাকায় ছয়লাপ রাম জন্মভূমি।
প্রধানমন্ত্রীর রোড শো চলাকালীন মুহুর্মুহু শোনা যায় জয় শ্রীরাম স্লোগান। ধর্মপথ হয়ে রামপথ ধরে রাম মন্দিরের মূল প্রবেশপথের সামনে দিয়ে গিয়ে হনুমানগড়ি ছুঁয়ে অযোধ্যা ধাম জংশন স্টেশনে শেষ হয় প্রধানমন্ত্রীর রোড শো।
২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম জন্মভূমি মন্দিরের। তার আগে ৭ দিন ধরে পালন করা হবে বিভিন্ন আচার অনুষ্ঠান । ২২ জানুয়ারি, সকালের পুজোর পরে, বিকেলে হবে রামলালার অভিষেক অনুষ্ঠান ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -