PM Narendra Modi:ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
'দ্য অর্ডার অফ দ্য Druk Gyalpo', ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভুটানে যে নাগরিক সাম্মানিক ব্যবস্থা রয়েছে, তাতে এই 'The Order of The Druk Gyalpo' -র তাৎপর্য ভীষণ বেশি। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও পর্যন্ত মোট ৪ জন বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মান পেয়েছেন। সেই তালিকায় কোনও বিদেশি প্রধানমন্ত্রীর নাম এই প্রথম। সম্মান পাওয়ার পরই এই নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি:PTI)
লেখেন, 'The Order of The Druk Gyalpo' সম্মান পেয়ে আমি আপ্লুত। ১৪০ কোটি ভারতীয়কে এই সম্মান উৎসর্গ করলাম। (ছবি:PTI)
ভারতের প্রধানমন্ত্রী যে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন, সে বাবদে ঘোষণা হয়েছিল বেশ কয়েক বছর আগে। নির্দিষ্ট করে বললে, ২০২১ সালের ডিসেম্বরে, ভুটানের রাজা এই ঘোষণা করেছিলেন। (ছবি:PTI)
হালে, দুদিনের ভুটান-সফরে এসে সেই সম্মান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী মোদি। ২০১৪ সালে প্রথম দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর এই নিয়ে তৃতীয়বার ভুটান সফরে এসেছেন তিনি। (ছবি:PTI)
প্রতিকূল আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদির সফর এক দিন পিছিয়ে যায়। অবশেষে, আজ, শুক্রবার ভুটান পৌঁছেছেন তিনি। (ছবি:PTI)
যে ভাবে সে দেশের বাসিন্দারা তাঁকে স্বাগত জানিয়েছেন, তাতে আপ্লুত প্রধানমন্ত্রী। এই অভ্যর্থনা 'স্মরণীয়', বলে মন্তব্য করেন মোদি। (ছবি:PTI)
একই সঙ্গে আশাপ্রকাশ করেন, ভারত-ভুটান মৈত্রী যেন নতুন মাত্রা ছুঁতে পারে। প্রসঙ্গত, সে দেশের প্রশাসন জানাচ্ছে, ভারত-ভুটান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি এবং ভুটানের মানুষের জন্য তাঁর অনন্য অবদানের কথা মাথায় রেখেই সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -