PM Narendra Modi:প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন কেরলের প্রথম 'বন্দে ভারত' এক্সপ্রেসের
যাত্রা শুরু করল কেরলের প্রথম 'বন্দে ভারত' এক্সপ্রেস ট্রেন। সফরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমঙ্গলবার কেরলের প্রথম 'বন্দে ভারত' এক্সপ্রেসের যাত্রা শুরু হল তিরুবনন্তপুরম থেকে।
একই দিনে 'কোচি ওয়াটার মেট্রো' পরিষেবাও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বাম শাসিত কেরল সরকার যে সেমি হাই স্পিড রেল করিডোরের কথা পরিকল্পনা করেছিল, 'বন্দে ভারত' এক্সপ্রেস তারই বিকল্প বলে মনে করেছেন অনেকে।
এদিন প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাতে আসেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। হাজির ছিলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুরও।
কেরলে যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হল, তা ওই রাজ্যের অন্তত ১১টি জেলার উপর দিয়ে যাবে।
তিরুবনন্তপুরমে একটি সভাও করেন প্রধানমন্ত্রী যেখানে তাঁর বার্তা, কেন্দ্রীয় সরকার কো-অপারেটিভ ফেডারেলিজমে বিশ্বাস করে।
দক্ষিণ ভারতের এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত বাসিন্দাদের কাছাকাছি পৌঁছতে ব্যাপক কর্মসূচি নিয়েছে বিজেপি। দলের আশা, প্রধানমন্ত্রীর এই সফর সেই কর্মসূচিতে জোয়ার আনবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -