PM Narendra Modi:ভোপালে ৫ 'বন্দে ভারত এক্সপ্রেস' উদ্বোধনে প্রধানমন্ত্রী, এল অভিন্ন দেওয়ানি বিধির কথাও
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আজ ভোপালে ফের সরব হতে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবললেন, 'আজকাল অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে বহু মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু এক দেশে কী ভাবে দুটি আইন চলতে পারে?'
তাঁর বার্তা, ভারতের সংবিধানেও এই বিধি চালুর অঙ্গীকার রয়েছে। শীর্ষ আদালতও তা লাগু করতে বলেছে, মনে করান প্রধানমন্ত্রী।
মঙ্গলবার বিরোধী শিবিরের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও করেন প্রধানমন্ত্রী। বলেন, 'বিরোধী দলগুলি বিভাজনে বিশ্বাসী, তোষণের রাজনীতি করে বেড়ে উঠতে চায়।'
এদিন ভোপাল থেকে ৫ 'বন্দে ভারত' এক্সপ্রেস চালু করেন।
সেই কর্মসূচির পাশাপাশি বুথ স্তরের কর্মীদের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী।
সেই সভা থেকে একের পর এক ইস্যুতে বিরোধীদের সমালোচনা করতে শোনা যায় তাঁকে।
এমনকি দুর্নীতি প্রশ্নেও তৃণমূল-সহ একাধিক বিরোধী দলকে আক্রমণ শানান তিনি। তবে অভিন্ন দেওয়ানি বিধির সমর্থনে তাঁর সওয়াল নজর কেড়েছে অনেকের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -