BRICS Summit 2023:ঘন ঘন 'বন্দে মাতরম', জোহানেসবার্গের হোটেলে দুরন্ত অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদিকে
PM Narendra Modi: মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের শীর্ষবৈঠকে যোগ দিতে এদিন সন্ধ্যায় (ভারতীয় সময় অনুযায়ী) দক্ষিণ আফ্রিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি।
ঘন ঘন 'বন্দে মাতরম', জোহানেসবার্গের হোটেলে দুরন্ত অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদিকে
1/8
মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের শীর্ষবৈঠকে যোগ দিতে এদিন সন্ধ্যায় (ভারতীয় সময় অনুযায়ী) দক্ষিণ আফ্রিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি।
2/8
বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট পল শিপোকোসা মাসাতিলে। সেখানে তাঁকে স্নিগ্ধ ভাবে স্বাগত জানানো হয়।
3/8
এর পরই জোহানেসবার্গের স্বামীনারায়ণ মন্দিরে যান প্রধানমন্ত্রী মোদি।
4/8
এই মন্দির তৈরির কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। মন্দিরের বেশ কিছু অংশ খুঁটিয়ে দেখেন।
5/8
মন্দির-পরিদর্শনের পর, মঙ্গলবার জোহানেসবার্গের হোটেলে প্রবাসী ভারতীয়রা জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদিকে।
6/8
'বন্দে মাতরম' স্লোগান দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। এই শেষ হওয়ার পরেই সেখান থেকে 'ব্রিকস বিজনেস ফোরাম'-এ যোগ দেন তিনি।
7/8
২০১৯ সালের পর এই প্রথম 'ব্রিকস' শীর্ষবৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন রাষ্ট্রপ্রধানরা।সে দিক থেকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার এই শীর্ষবৈঠকের আলাদা তাৎপর্য তো থাকছেই।
8/8
তবে গত কয়েক বছরে আন্তর্জাতিক কূটনীতির ছবি যে ভাবে বদলেছে, সে দিক থেকেও এবারের সম্মেলন অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।বিশেষত, মোদি-জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে কিনা, তা নিয়ে আলাদা উৎসাহ থাকবে ভারতীয় উপমহাদেশ ও পশ্চিমি দুনিয়ার।
Published at : 22 Aug 2023 10:00 PM (IST)