BRICS Summit 2023:ঘন ঘন 'বন্দে মাতরম', জোহানেসবার্গের হোটেলে দুরন্ত অভ্যর্থনা প্রধানমন্ত্রী মোদিকে
মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের শীর্ষবৈঠকে যোগ দিতে এদিন সন্ধ্যায় (ভারতীয় সময় অনুযায়ী) দক্ষিণ আফ্রিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে আসেন দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট পল শিপোকোসা মাসাতিলে। সেখানে তাঁকে স্নিগ্ধ ভাবে স্বাগত জানানো হয়।
এর পরই জোহানেসবার্গের স্বামীনারায়ণ মন্দিরে যান প্রধানমন্ত্রী মোদি।
এই মন্দির তৈরির কাজ ২০২৫ সালে শেষ হওয়ার কথা। মন্দিরের বেশ কিছু অংশ খুঁটিয়ে দেখেন।
মন্দির-পরিদর্শনের পর, মঙ্গলবার জোহানেসবার্গের হোটেলে প্রবাসী ভারতীয়রা জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদিকে।
'বন্দে মাতরম' স্লোগান দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। এই শেষ হওয়ার পরেই সেখান থেকে 'ব্রিকস বিজনেস ফোরাম'-এ যোগ দেন তিনি।
২০১৯ সালের পর এই প্রথম 'ব্রিকস' শীর্ষবৈঠকে সশরীরে উপস্থিত থাকছেন রাষ্ট্রপ্রধানরা।সে দিক থেকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার এই শীর্ষবৈঠকের আলাদা তাৎপর্য তো থাকছেই।
তবে গত কয়েক বছরে আন্তর্জাতিক কূটনীতির ছবি যে ভাবে বদলেছে, সে দিক থেকেও এবারের সম্মেলন অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।বিশেষত, মোদি-জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে কিনা, তা নিয়ে আলাদা উৎসাহ থাকবে ভারতীয় উপমহাদেশ ও পশ্চিমি দুনিয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -