PM At Flower Show:Vibrant Gujarat Global Summit উদ্বোধনের ফাঁকেই আহমেদাবাদ ফুলের প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

Narendra Modi:ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট নিয়ে এই মুহূর্তে জমজমাট প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত। তার ফাঁকেই ভাইব্র্যান্ট আহমেদাবাদ ফ্লাওয়ার শো-তে দেখা গেল তাঁকে।

Vibrant Gujarat Global Summit উদ্বোধনের ফাঁকেই আহমেদাবাদ ফুলের প্রদর্শনীতে প্রধানমন্ত্রী (ছবি:PIXABAY)

1/8
'ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট' নিয়ে এই মুহূর্তে জমজমাট প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাত। তার ফাঁকেই ভাইব্র্যান্ট আহমেদাবাদ ফ্লাওয়ার শো-তে দেখা গেল তাঁকে। (ছবি:PTI)
2/8
গত ডিসেম্বরেই এই ফুলের প্রদর্শনীটি জনসাধারণের জন্য খুলে দিয়েছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেখানে এবার দেখা গেল প্রধানমন্ত্রীকেও। (ছবি:PTI)
3/8
Vibrant Ahmedabad Flower Show ঘুরে দেখতে গিয়ে সেখানকার অত্যন্ত জনপ্রিয় সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির ছোট সংস্করণও দর্শন করেন তিনি। (ছবি:PTI)
4/8
নতুন সংসদ ভবন, মোধেরার সূর্যমন্দির, চন্দ্রযান-৩, সাতটি ঘোড়া এবং অলিম্পিকের ক্ষুদ্র সংস্করণও রয়েছে।সবই একে একে ঘুরে দেখেন মোদি। (ছবি:PTI)
5/8
বুধবার, এই ফুলের প্রদর্শনীতে আসার আগে, Vibrant Gujarat Global Summit দশম সংস্করণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। (ছবি:PTI)
6/8
আগামী ১২ জানুয়ারি পর্যন্ত এই সামিট চলার কথা। গাঁধীনগরে এই সামিট উদ্বোধনের পর আহমেদাবাদ উড়ে আসেন প্রধানমন্ত্রী। তার আগে, সামিটের উদ্বোধনী মঞ্চ থেকে বার্তায় প্রধানমন্ত্রী মনে করান, ভারতকে এখন স্থিতাবস্থার অন্যতম কান্ডারি বলে মনে করে গোটা বিশ্ব। (ছবি:PTI)
7/8
ভারত যে জনসাধারণের উন্নয়নের উপরই বিশ্বাস রাখে, সে কথাও স্পষ্ট বলেন প্রধানমন্ত্রী মোদি। বিশ্বের একাধিক দেশ ভারতকে ভরসার চোখে দেখে, সে কথাও শোনা যায় তাঁর মুখে। (ছবি:PTI)
8/8
এই সামিটে যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদল বিন জায়েদ। বিষয়টিকে 'ভারতের জন্য অত্যন্ত আনন্দের' বলেও অভিহিত করেন মোদি। (ছবি:PTI)
Sponsored Links by Taboola