PM Narendra Modi:পিথোরাগড়ে 'পার্বতী কুন্ড'-এর দর্শনে প্রধানমন্ত্রী, 'মেডিটেশন' করলেন বরফঢাকা পর্বতের মাঝে
পিথোরাগড়ের 'পার্বতী কুন্ড'-এ দর্শন এবং পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার একদিনের সফরে উত্তরাখণ্ড গিয়েছেন তিনি। একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবারের সফরে একটি জনসমাবেশও করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। গুঞ্জি গ্রামেও যেতে পারেন তিনি।
ব্যস্ততার ফাঁকে কুমায়ুন হিমালয়ের কোলে, পার্বতী কুন্ডে সমস্ত আচার মেনে পুজো দিতে দেখা গেল তাঁকে। সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
জোলিংকঙ্গে আদি কৈলাস পর্বতের দর্শন দিয়ে সফর শুরু করার কথা তাঁর। তার পর পৌঁছবেন গুঞ্জি গ্রামে।
স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে সেখানেই কথা বলবেন প্রধানমন্ত্রী, জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে।
তার আগে, নিজের X হ্যান্ডেলে মোদি লেখেন, 'দেবভূমি উত্তরাখণ্ডের প্রত্যেক বাসিন্দা ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ।'
উন্নয়নের সেই ধারায় গতি আনতেই তিনি যে বৃহস্পতিবার পিথোরাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, সে কথাও ওই পোস্টে জানান প্রধানমন্ত্রী।
তার আগে পার্বতী কুণ্ডে প্রধানমন্ত্রীর আরাধনার ছবি ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। স্থানীয়দের বিশ্বাস, পিথোরাগড় জেলার অন্তর্গত, কুমায়ুন হিমালয়ের কোলে ওই এলাকাতেই মহাদেব-পত্নী পার্বতী স্নান করেছিলেন।
দেবী পার্বতীকে নিয়ে প্রচলিত সেই পৌরাণিক কাহিনিকে শ্রদ্ধা জানিয়েই সেখানকার ওই 'কুণ্ড'বা দীঘির নাম হয়েছে পার্বতী কুণ্ড।
আরাধনার সময় এদিন সেখানকার আদিবাসীদের ঐতিহ্য অনুযায়ী, সাবেকি সাদা পোশাক পরেন মোদি। বরফে ঢাকা পর্বতের মাঝে বসে বেশ কিছুক্ষণ 'মেডিটেশন' -ও করেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -