PM Narendra Modi:দিল্লি মেট্রোয় হঠাৎ সফর প্রধানমন্ত্রীর, কথাবার্তা পড়ুয়াদের সঙ্গে
India News:নিরাপত্তার চেনা আঁটসাঁট কনভয় নয়, দিল্লি মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের ভ্যালেডিক্টরি সেশনে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
দিল্লি মেট্রোয় হঠাৎ সফর প্রধানমন্ত্রীর, কথাবার্তা পড়ুয়াদের সঙ্গে
1/9
নিরাপত্তার চেনা আঁটসাঁট কনভয় নয়, দিল্লি মেট্রোয় সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2/9
দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের ভ্যালেডিক্টরি সেশনে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
3/9
সেখানে যাওয়ার পথেই উঠে পড়েন দিল্লি মেট্রোয়। ধরেন বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকের ট্রেন।
4/9
পরে নিজের মেট্রো সফরের ছবিও ট্যুইট করেন প্রধানমন্ত্রী। দেখা যায়, তরুণ-তরুণীদের সঙ্গে খোশমেজাজে কথা বলছেন তিনি।
5/9
ছবির ক্যাপশনে লেখেন, 'দিল্লি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দিল্লি মেট্রোয়। তরুণ তুর্কিদের সহযাত্রী হিসেবে পেয়ে দারুণ লাগল।'
6/9
দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোদি।
7/9
তবে লোককল্যাণ মার্গ মেট্রো স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পর্যন্ত শুক্রবারের সফর যে তাঁর সহযাত্রীরাও উপভোগ করেছেন, সেটি তাঁদের চোখেমুখেই স্পষ্ট।
8/9
প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রো-সফরের পর তাঁদের চোখমুখ থেকে মুগ্ধতার ভাব উধাও হয়নি। এক ছাত্রী যেমন বললেন, 'আমাদের প্রধানমন্ত্রী ভীষণ কুল। আমাদের জেনারেশন কোন ভাষায় কথা বলে, উনি জানেন।'
9/9
পরে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় এও বলেন, 'পড়ুয়াদের অনেক কিছু বলার রয়েছে। বিজ্ঞানের বিষয় থেকে ওটিটি-তে কী সিরিজ এল, সব কিছু নিয়েই কথা বলতে চান ওঁরা।"
Published at : 30 Jun 2023 07:09 PM (IST)