PM At Kashi Temple:মহাশিবরাত্রিতে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর
একে মহাশিবরাত্রি, তার উপর বারাণসী তাঁর নির্বাচনী কেন্দ্র। সব মিলিয়ে শনিবার কখন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই অপেক্ষায় প্রহর গুণছিলেন সাধারণ মানুষ। তিনি এলেন, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দিলেন। (ছবি:PTI)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথকে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। দর্শক তথা কাশী বিশ্বনাথের ভক্তদের দিকে তাকিয়ে ছিলেন দুজনই। প্রধানমন্ত্রীর হাতে ত্রিশূল। পাশে স্মিত হাসি যোগী আদিত্যনাথের। (ছবি:ANI Video থেকে স্ক্রিনশট )
পশ্চিমবঙ্গে প্রশাসনিক ও জনসভা করার পর সন্ধে ৭টা নাগাদ বারাণসী পৌঁছন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট থেকে তাঁকে দেখার জন্য বিজেপি কর্মী-সমর্থকদের লম্বা লাইন ছিল। ২৮ কিলোমিটার রোড শো করেন তিনি। (ছবি:ANI Video থেকে স্ক্রিনশট )
মাঝে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। মন্ত্র, ফুল, পুজোর সব রকম উপাচার মেনে সেবায়েতদের কথা অনুযায়ী বাবা বিশ্বনাথের চরণে প্রার্থনা সারেন। (ছবি:ANI Video থেকে স্ক্রিনশট )
বিজেপির আঞ্চলিক প্রধান দিলীপ পটেল বলেন, 'এর পর গিলট বাজার এবং কবীর চৌরায় অতুলানন্দ স্কুল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।' তবে প্রধানমন্ত্রীর পুজো দেওয়ার ভিডিও এর মধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে। (ছবি:ANI Video থেকে স্ক্রিনশট )
মহাশিবরাত্রি উপলক্ষ্যে গত কয়েক দিন ধরেই ঢেলে সাজছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। এদিন রীতি মেনে বাবা বিশ্বনাথের পুজো-অর্চনা হয়। চতুর্থ প্রহরের পুজোর সময় এই ভাবেই চলে উপাসনা। (ছবি:PTI)
প্রধানমন্ত্রী যখন পুজো দিতে এসেছেন, তখন মন্দির-চত্বরে এমনই থিকথিকে ভিড়। লোকসভা ভোটের আগে তাঁর এই বারাণসী-দর্শনের আলাদা তাৎপর্য পাচ্ছেন অনেকেই। (ছবি:ANI Video থেকে স্ক্রিনশট )
২০২৪ সালের সাধারণ নির্বাচনে তৃতীয় বার এই লোকসভা কেন্দ্র থেকে লড়ার কথা প্রধানমন্ত্রীর। ২০১৪ সাল থেকে এই লোকসভা কেন্দ্রে জয় পেয়েছেন তিনি। শুধু তাই নয়। যে ব্যবধানে তিনি জিতেছেন, তা বিচার করলে পূর্বসুরি মুরলী মনোহর জোশীও পিছনে পড়ে গিয়েছেন। সব মিলিয়ে বারাণসীর তাৎপর্য আলাদা, বলছে ওয়াকিবহাল মহল। (ছবি:ANI Video থেকে স্ক্রিনশট )
- - - - - - - - - Advertisement - - - - - - - - -