PM Narendra Modi:'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে কী কথা মোদি-জিনপিংয়ের?
BRICS Summit:চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, ব্রিকস শীর্ষবৈঠকের মধ্যেই দুদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে কী কথা মোদি-জিনপিংয়ের?
1/8
অপেক্ষা, উৎসাহ, কৌতূহল ছিলই। কিছুটা হলেও তা নিবৃত্ত হল। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, 'ব্রিকস' শীর্ষবৈঠকের মধ্যেই দু'দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
2/8
চিনা বিদেশমন্ত্রকের সাইটে লেখা হয়েছে, 'ভারত-চিন সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দুই নেতার মধ্যে বিশদ আলোচনা হয়েছে।'
3/8
চিনা বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়, 'প্রেসিডেন্ট জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দিয়েছেন কারণ এতে দু'দেশের স্বার্থই নির্ভর করছে।'
4/8
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সার্বিক স্বার্থের কথাও মাথায় রাখা জরুরি। একই জিনিস মাথায় রাখা দরকার সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানেও, বলা হয়েছে চিনার বিদেশমন্ত্রকের বিবৃতিতে।
5/8
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চিন সম্পর্কে তীব্র চিড় ধরে।
6/8
একাধিক ও বহুস্তরীয় আলোচনা এবং কথোপকথনের পর ধীরে ধীরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েনের বিষয়টি কিছুটা থিতিয়ে হয়ে এলেও অবিশ্বাসের আবহ পুরোপুরি যায়নি। এর মধ্যেই 'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে মোদি-জিনপিং আলোচনা আলাদা করে নজর কেড়েছে।
7/8
দক্ষিণ আফ্রিকায় 'ব্রিকস' শীর্ষবৈঠক শেষ করেই গ্রিসের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
8/8
শুক্রবার, একদিনের সফরে আথেন্স পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেও উষ্ণ অভ্য়র্থনা জানানো হয় তাঁকে।
Published at : 25 Aug 2023 11:43 AM (IST)