PM Narendra Modi:'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে কী কথা মোদি-জিনপিংয়ের?
অপেক্ষা, উৎসাহ, কৌতূহল ছিলই। কিছুটা হলেও তা নিবৃত্ত হল। চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, 'ব্রিকস' শীর্ষবৈঠকের মধ্যেই দু'দেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিনা বিদেশমন্ত্রকের সাইটে লেখা হয়েছে, 'ভারত-চিন সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে দুই নেতার মধ্যে বিশদ আলোচনা হয়েছে।'
চিনা বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও দাবি করা হয়, 'প্রেসিডেন্ট জিনপিং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে জোর দিয়েছেন কারণ এতে দু'দেশের স্বার্থই নির্ভর করছে।'
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সার্বিক স্বার্থের কথাও মাথায় রাখা জরুরি। একই জিনিস মাথায় রাখা দরকার সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানেও, বলা হয়েছে চিনার বিদেশমন্ত্রকের বিবৃতিতে।
২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারত-চিন সম্পর্কে তীব্র চিড় ধরে।
একাধিক ও বহুস্তরীয় আলোচনা এবং কথোপকথনের পর ধীরে ধীরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েনের বিষয়টি কিছুটা থিতিয়ে হয়ে এলেও অবিশ্বাসের আবহ পুরোপুরি যায়নি। এর মধ্যেই 'ব্রিকস' শীর্ষবৈঠকের পাশে মোদি-জিনপিং আলোচনা আলাদা করে নজর কেড়েছে।
দক্ষিণ আফ্রিকায় 'ব্রিকস' শীর্ষবৈঠক শেষ করেই গ্রিসের দিকে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার, একদিনের সফরে আথেন্স পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেও উষ্ণ অভ্য়র্থনা জানানো হয় তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -