Covid Cases: রয়েছে কোভিড-উদ্বেগ, আগেভাগেই প্রস্তুতি গোটা দেশে
কোভিডের কোপে ফের ছাড়খাড় চিন। ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে চিনে। তার জেরে উদ্বেগ ছড়াচ্ছে ভারতেও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই কথা মাথায় রেখেই ভারতেও কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর- সর্বত্র কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। চিন-জাপান সহ ৬টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক একাধিক দেশে কোভিড উদ্বেগের মধ্যে পদক্ষেপ
দ্বিতীয় কোভিড ঢেউয়ের সময় দেশে অক্সিজেনের ঘাটতি নিয়ে নানা অভিযোগ উঠেছিল। তাই এবার গোড়া থেকেই অক্সিজেনের যোগানে নজর রাখা হচ্ছে।
বিভিন্ন অক্সিজেন প্ল্যান্টে যাতে উৎপাদন ঠিক থাকে তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। যাবতীয় পরিকাঠামো দেখে নিচ্ছেন শ্রমিকরা।
চিকিৎসার সরঞ্জামের দিকেও খেয়াল রাখা হচ্ছে। হঠাৎ করে কোভিড সংক্রমণ বেড়ে গেলে কীভাবে তা মোকাবিলা করা যাবে। সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।
কেন্দ্রের তরফে নজর রাখা হচ্ছে কোভিড পরীক্ষার উপরেও। বিভিন্ন জায়গায় ফের করোনা পরীক্ষা কেন্দ্রে আনাগোনা বেড়েছে।
মাস্ক পরার বার্তাও দেওয়া হয়েছে। দিল্লির রাস্তায় এআইসিসি হেডকোয়ার্টারে মাস্ক পরিহিত এক নিরাপত্তা রক্ষী।
২৭ ডিসেম্বর দেশজুড়ে কোভিড মকড্রিল করা হয়েছে কেন্দ্রের তরফে। কোভিড মোকাবিলায় গোটা দেশের প্রস্তুতি ঠিক কী রকম, তা খতিয়ে দেখতে হয়েছে এই মহড়া।
ফের ফিরে আসছে মাস্ক। সারা দেশেই নানা স্কুলে পড়ুয়াদের মাস্ক পরতে বলা হচ্ছে। অনেক জায়গাতেই মাস্ক পরতে দেখা যাচ্ছে পড়ুয়াদের।
বুদ্ধ গয়ায় দলাই লামার একটি ধর্মীয় অনুষ্ঠান চলছে। সেখানে বৌদ্ধ সন্ন্যাসীদেরও মাস্ক পরতে দেখা গিয়েছে। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -